Main Menu

ইউরোপ যাত্রায় সাগরেই ২২ হাজার ৯৩১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: উন্নত জীবনের আশায় এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিসহ ইউরোপের দেশগুলোতে অনুপ্রবেশের চেষ্টা করে অনেকে। এদের অনেকে সফল হন কিন্তু অনেকেই ডুবে মারা যান।

ইউরোপ যাত্রায় ২০১৪ থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ হাজার ৯৩১ জনের।

উন্নত জীবনের লক্ষ্যে ইতালিসহ ইউরোপের দেশগুলোতে ২০১৪ সাল থেকে ২৪ নভেম্বর ২০২১ পর্যন্ত অনুপ্রবেশকালীন চেষ্টার সময় ২২ হাজার ৯৩১ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। এর বাইরেও অনেক নিখোঁজের তথ্য থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শুধু এই বছরে ২০২১ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বিভিন্ন পথে ইউরোপ যাত্রায় নিখোঁজ বা সাগরে ডুবে মৃত্যু হয়েছে ১৫৫৯ জনের। এই সময় ভিন্ন ভিন্ন পথে ইউরোপে অনুপ্রবেশের চেষ্টা চালায় ১৫৮,৩৬৭ জন। আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ ৬৪,৩৮০ কে পূর্বের গন্তব্যে ফেরত পাঠায় যা মোট প্রবেশ প্রচেষ্টাকারীদের ৪১ শতাংশ। একই সময় ৯২,৪২৮ জন অভিবাসী যা মোট প্রবেশ প্রচেষ্টাকারীর ৫৮ শতাংশ অভিবাসন প্রত্যাশী ইউরোপের বিভিন্ন দেশে অনিয়মিতভাবে প্রবেশ করতে সক্ষম হয়। মোট সংখ্যার বাকি ১ শতাংশের মৃত্যু হয় সাগরে ডুবে।

২০১৪ সাল থেকে এই পর্যন্ত তথ্যমতে দেখা যায়, সবচেয়ে বেশি শুধু ২০১৬ সালে সাগরে ডুবে মারা যায় ৫১৩৬ জন অভিবাসন প্রত্যাশী। এছাড়াও ২০১৪ সালে ৩২৮৬ জন, ২০১৫ সালে ৪০৫৫ জন, ২০১৭ সালে ৩১৩৯ জন, ২০১৮ সালে ২৩৩৭ জন, ২০১৯ সালে ১৮৮৫ জন, ২০২০ সালে ১৪৮৪ জন ও ২০২১ সালে ১৫৫৯ জন সাগরে ডুবে মৃত্যুবরণ করেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী রয়েছে।

Share





Related News

Comments are Closed