টিকা নিয়ে বিভ্রান্তি থেকে সতর্ক থাকার আহবান সিসিকের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে শুরু হওয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের ২য় ডোজ টিকাদান নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন। ২য় ডোজের পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে উল্লেখ করে জানান, আজ শনিবার সকাল ৯টা থেকে পুনরায় টিকাদান শুরু হবে। সেই সাথে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিলেট পুলিশ লাইন্স হাসপাতাল কেন্দ্রে সিনোফার্মার ১ম ও ২য় ডোজ চলমান থাকবে।
স্বাস্থ্য কর্মকর্তা নাগরিকদের টিকা নিয়ে প্রতারণা ও বিভ্রান্তকারীদের কাছ থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বলেন, প্রতিদিন একটি নির্দিষ্ট সংখ্যক টিকা প্রত্যাশীদর টিকা গ্রহনের জন্য মোবাইলে বার্তা পাঠানো হচ্ছে। কোভিশিল্ড টিকা ২য় ডোজ টিকা নেননি বা টিকা নেয়ার জন্য মোবাইলে বার্তা পেয়েছিলেন কিন্তু টিকা পাননি অথবা নিতে পারেনি কেবলমাত্র তারাই পূনরায় বার্তা প্রাপ্তি সাপেক্ষে নির্ধারিত দিনে টিকা গ্রহণ করবেন। মোবাইলে বার্তা না পেয়ে টিকা গ্রহণ করলে পরবর্তীতে টিকার সনদ গ্রহণে সমস্যা হতে পারে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ১০ আগস্ট থেকে সিলেট সিটি কর্পোরেশনের দুটি টিকা কেন্দ্রের রেজিস্ট্রেশনকারী নাগরিকরা নগর ভবনে স্থাপিত অস্থায়ী টিকা কেন্দ্রে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের ২য় ডোজ টিকা প্রদান শুরু হয়।
Related News
বিদ্যুতের ৩৩ কেভি লাইনে ক্রুটি, সিলেটে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট চলছে। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায়Read More
মাধবপুরে পরিবহন শ্রমিকদের জন্য নির্মিত হচ্ছে আধুননিক বিশ্রামাগার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের ১২৮ কিলোমিটার এ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া নামকস্থানে দূরপাল্লা বাস,Read More
Comments are Closed