বিয়ানীবাজারে নারীর অর্ধদগ্ধ লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার লাউতা ইউনিয়নের গজারাই দিঘীরপার এলাকার হাওর থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার লাউতা গজারাই দিঘীরপার এলাকার হাওরে এক নারীর অর্ধদগ্ধ লাশ দেখেন স্থানীয় লোকজন। এরপর তারা বিষয়টি পুলিশকে জানান। স্থানীয়ভাবে খবর পেয়ে থানার উপ পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। আংশিক দগ্ধ লাশের মাথায় লম্বা চুল রয়েছে। অর্ধেক পুড়া পা আকারে ছোট।
ধারাণা করা হচ্ছে, অজ্ঞাতনামা ওই লাশ কোনো নারীর। তাকে হত্যা করে খড় দিয়ে পুড়ানো হয়েছে। লাশের পরিচয় চাপা দিতেই হত্যার পর এমন নৃশংস ঘটনা ঘটানো হয়।
এদিকে এমন নৃশংস ঘটনার খবর পেয়ে আশপাশ এলাকা থেকে উৎসুক জনতা ঘটনাস্থলে ছুটে যান।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যতটুকু জানা গেছে লাশটি আংশিক পুড়ানো রয়েছে। লাশের পরিচয় এখনো শনাক্ত হয়নি। লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
Related News

সিলেটে কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘায় লাকী বেগম (২৩) নামে এক গৃহবধূ খুনRead More

সিলেটে ঘন ঘন দুর্ঘটনার প্রতিবাদে তিন উপজেলাবাসীর অবস্থান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে ঘন ঘন সড়ক দুর্ঘটনায় ফুঁসে উঠেছে তিন উপজেলারRead More
Comments are Closed