দেশে প্রথম ভ্যাকসিন নিলেন যারা

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে উদ্বোধনী অনুষ্ঠানে কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছেন পাঁচ জন। বুধবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ করোনার ভ্যাকসিন নিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্স রুনু ভেরোনিকা কোস্তা, ডা. আহমেদ লুঃফুল মোবেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, মতিঝিল জোনের ট্রাফিক পুলিশ মো. দিদারুল আলম এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ।
বুধবার আরও যারা টিকা নেন তারা হলেন- মাজেদুল ইসলাম, সানজিদা সুলতানা, আব্দুল হালিম, এনামুল হাসান, মো. হামজা, শাম্মী আকতার, ডা. আল মামুন শাহরিয়ার সরকার, ডা. ফরিদা ইয়াসমিন, ডা. আফরোজা জাহিন, ডা. অরূপ রতন চৌধুরী, অধ্যাপক ডা. আবদুল কাদের খান, মেজর জেনারেল মাহবুবুর রহমান, আব্দুর রহিম, কাজী জসিম উদ্দিন, মোশারফ হোসাইন, সাংবাদিক মাসুদ রায়হান পলাশ, আল- মাসুম মোল্লা, আমিরুল মোমেনিন, মিস মুন্নি খাতুন, আশিফুল ইসলাম ও দেওয়ান হেমায়েত হোসাইন।
এদিন বিকাল সোয়া ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশে বহুল প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী ৫ জনের টিকাদান প্রত্যক্ষ করেন।
প্রথম টিকা নেন কুমিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টার্ফ নার্স রুনু। টিকা নিয়ে তিনি বলেন ‘জয় বাংলা’।
Related News

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ৩০ মার্চ
বৈশাখী নিউজ ডেস্ক : আগামী ৩০ মার্চ থেকে স্কুল-কলেজ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনাভাইরাসেরRead More

এক যুগ আগের আর এখনকার বাংলাদেশ এক নয়: প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশের এগিয়ে যাওয়ার কথা তুলে ধরেRead More
Comments are Closed