মাধবপুরে ধান ক্ষেতে গৃহবধুর লাশ, স্বামী আটক

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার মীরনগর গ্রামে মনোয়ারা (৪৫) নামে তিন সন্তানের জননী এক গৃহবধুকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১৫ নভেম্বর) সকালে খবর পেয়ে বাড়ির পাশে একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি একই উপজেলার বেজুড়া গ্রামের সোনা মিয়ার মেয়ে এবং মীরনগর গ্রামের ছিদ্দিক আলীর স্ত্রী।
ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে মনোয়ারার স্বামী ছিদ্দিক আলীকে আটক করেছে পুলিশ।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ছিদ্দিক আলীর সাথে প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ছিদ্দিক আলীকে আটক করা হয়েছে। ছিদ্দিক আলীর ঘর থেকে একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে।
এদিকে রবিবার দুপুরে মনোয়ারার মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান সহকারী সিনিয়র পুলিশ সুপার নাজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Related News

নবীগঞ্জে দ্বিতীয় মেয়াদে মেয়র হলেন বিএনপির প্রার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় টানা দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ছাবিরRead More

মাধবপুরে বিএনপির মেয়র প্রার্থীর জয়
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান মানিক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।Read More
Comments are Closed