Main Menu

বিশ্বনাথে গণফোরামের কমিটির কার্যক্রম স্থগিত

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে গণফোরামের আহ্বায়ক কমিটি গঠনের প্রায় ৮ মাসের মাথায় ওই কমিটির সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে সিলেট জেলা গণফোরামের আহ্বায়ক এডভোকেট আনসার খান তাঁর ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন।

বিশ্বনাথ উপজেলা গণফোরামের আহ্বায়ক কমিটির সকল কার্যক্রম স্থগিতের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা গণফোরামের আহ্বায়ক এডভোকেট আনসার খান বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতার কারণে বিশ্বনাথ উপজেলা গণফোরামের আহ্বায়ক কমিটির সকল কার্যক্রম পরবর্তী নিদের্শনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। দলের সিদ্ধান্ত অমান্য করায় দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দলের পদ-পদবি ব্যবহার করে কেউ কোনো কার্যক্রম পরিচালনা না করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গতবছরের ২৪ নভেম্বর রাতে গণফোরাম নেতা নিজাম উদ্দিনকে আহ্বায়ক ও তরিকুল ইসলামকে সদস্য সচিব করে ৩২ সদস্য বিশিষ্ট বিশ্বনাথ উপজেলা গণফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অনুমোদন দিয়েছিলেন কেন্দ্রীয় গণফোরামের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা গণফোরামের আহ্বায়ক আনসার খান।

Share





Related News

Comments are Closed