Main Menu
শিরোনাম
শাবির ল্যাবে আরো ২০ জনের করোনা শনাক্ত         ওসমানীর ল্যাবে আরো ১৯ জনের করোনা শনাক্ত         মামাতো ভাইয়ের ‘ধর্ষণে’ মা হলো কিশোরী         সিলেটে একদিনে আরো ৫১ জন শনাক্ত, সুস্থ ৪৬         বালাগঞ্জে পাশবিকতার অভিযোগে প্রবাসী আটক         সিলেটে করোনায় আক্রান্ত বেড়ে ১২,৫৩১, মৃত্যু ২১৬         মাধবপুরে মহাসড়কে ত্রিমুখী সংর্ঘষে নিহত ১         সিলেটের দুই ল্যাবে ৩১ জনের করোনা শনাক্ত         করোনায় মৃতদের লাশ দাফন করছে প্রতিশ্রুতি দাফন টীম         বিশ্বনাথে করোনায় ব্যবসায়ীর মৃত্যু         সিলাম হাজীপুরে মসজিদ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন         সিলেটের দুই ল্যাবে ১৯ জনের করোনা শনাক্ত        

দেশে করোনায় আরও ৪২ মৃত্যু, শনাক্ত ২৯৯৫

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৯৯৫ জন আক্রান্ত হয়েছেন। এই সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ জন।

দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জন এবং মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৩ হাজার ৫১৩ জনে দাঁড়িয়েছে।

বুধবার (১২ আগস্ট) দেশের করোনা পরিস্থিতির সবশেষ আপডেট নিয়ে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৫৫০টি। পরীক্ষা হয়েছে পূর্বের নমুনাসহ ১৪ হাজার ৭৫১টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৩ লাখ ২ হাজার ৭৩৯টি নমুনা।’

এতে আরও বলা হয়, কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৫৩ হাজার ৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ৯ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ১ জন, সিলেট বিভাগে ৪ জন ও ময়মনসিংহ বিভাগে ২ জন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৯ জন, বাড়িতে ৩ জন।

মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছর বয়সী ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের ১১ জন, ৬১ বছরের বেশি বয়সী ২৪ জন।

এ পর্যন্ত বিভাগভিত্তিক মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে ১৬৮১ জন, চট্টগ্রামে ৮১৯ জন, রাজশাহী ২২৬ জন, খুলনায় ২৭১ জন, বরিশাশে ১৩৫ জন, সিলেটে ১৬২ জন, রংপুরে ১৪১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭৮ জন।

 

0Shares

Related News

Comments are Closed