Main Menu

সুনামগঞ্জে আরো ১০ জন করোনা রোগি শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের আরো ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। আজ সোমবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর ল্যাবে ৯ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে।অপর একজন শনাক্ত হয়েছেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবে।

শাবির জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সোমবার সুনামগঞ্জ থেকে ১৫৯টি নমুনা গ্রহণ করা হয়। এগুলোর সাথে আগের জমাকৃত কিছু নমুনা মিলিয়ে মোট ১৭৭টি নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৯টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

এই নিয়ে সুনামগঞ্জে ১৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছেন ৬১ জন এবং মারা গেছেন একজন।

0Shares

Related News

Comments are Closed