দক্ষিণ সুরমায় ভাতিজার হাতে চাচা খুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা।
শুক্রবার (৮ মে) বেলা ৩টার দিকে লালাবাজার ইউনিয়নের ভরাউট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল জব্বার (৫৩) লালাবাজারের ভরাউট গ্রামের টুটন উল্লাহর ছেলে। এ ঘটনায় নিহতের ভাতিজা ফাহিম আহমদকে (২১) আটক করেছে পুলিশ।
জানা গেছে, দীর্ঘদিন ধরে আব্দুল জব্বার ও তার বড়ভাই আব্দুস সাত্তারের মধ্যে পারিবারিক জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল। এর সুত্র ধরে শুক্রবার বিকেল ৩ টায় আব্দুস সাত্তারের পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে জব্বার এর বসত ঘরে ডুকে পড়ে।
এসময় আব্দুস সাত্তারের ছেলে ফাহিম আহমদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে চাচা জব্বারকে এলোপাতাড়ি আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানা পুলিশ নিহতের ভাতিজা ফাহিমকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, একই বাড়িতে পাশাপাশি ঘরের বাসিন্দা তারা। বাড়ির জায়গা নিয়ে ঝামেলার জের ধরে ফাহিম তার চাচাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে খুন করে। মরদেহের পিঠে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News

ঈদে টানা ১২ দিন তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঈদে টানা ১২ দিন তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। মঙ্গলবার (২৫Read More

সিলেটে পাথর উত্তোলন বন্ধে ১৬ সরকারি কর্মকর্তাকে বেলার আইনি নোটিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন নদীতে পাথর উত্তোলন হওয়ায় ১৬ জন সরকারি কর্মকর্তাকেRead More
Comments are Closed