ছাত্রদল নেতা সোহেলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত

বৈশাখী নিউজ ডেস্ক: নানা আয়োজনের মধ্য দিয়ে গত বছরের ৩০ ডিসেম্বর একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের গুলিতে নিহত সিলেটের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেলের ১ম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।
সিলেট জেলা বিএনপি, বালাগঞ্জ উপজেলা বিএনপি, উপজেলা ছাত্রদল ও শহীদ সায়েম আহমদ সোহেল স্মৃতি পরিষদের উদ্যোগে সোমবার দিনভর নানান কর্মসুচী পালিত হয়।
এসব কর্মসুচীতে জেলা বিএনপি, উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কর্মসুচীর মধ্যে ছিল বাদ জোহর বালাগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে বালাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ছাত্রনেতা সায়েম আহমদ সোহেলের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল, বাদ আসর স্থানীয় আকবর কমিউনিটি সেন্টারে বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে স্মরণ সভা। এছাড়া বিকেলে শহীদ সায়েম আহমদ সোহেলের নলজুরস্থ গ্রামের বাড়ীতে সায়েম আহমদ সোহেল স্মৃতি পরিষদের উদ্যোগে মরহুমের কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে জেলা বিএনপি নেতৃবৃন্দ শহীদ সায়েম আহমদ সোহেলের মা-বাবা সহ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। পরিবারের সকলের খোঁজ খবর নেন এবং তাদের শান্তনা দেন। এসময় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
পৃথক মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম সায়েম আহমদ সোহেলের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিল সমূহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো’র মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থতা কামনা, দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা এবং নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদ, গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সহ-সভাপতি এনামুল হক, সাবেক ছাত্রদল নেতা আশরাফ উদ্দিন রুবেল, বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুজ্জামান খান মঙ্গল, সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান মুজিব, সহ-সভাপতি আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন রিপন, শহীদ সায়েম আহমদ সোহেলের চাচাত ভাই সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল মুমিন, বিএনপি নেতা শেখ বকুল, বালাগঞ্জ উপজেলা ছাত্রদল সভাপতি আজমুল হোসেন ও ছাত্রদল নেতা পুলক প্রমূখ।
পৃথক কর্মসুচীতে বক্তারা বলেন, মানুষের অধিকার রক্ষায় নিজের জীবন বিলিয়ে দিয়ে শহীদ সায়েম আহমদ সোহেল আমাদেরকে দেখিয়ে গেছেন দেশের প্রতি তার কতটা ভালবাসা ছিল। হায়েনার দল গায়ের জোরে গদি দখল করতে সোহেলের বুক ঝাঝরা করে দিয়েছিল। এই হায়েনা খুনীর বিচার বাংলাদেশের মাটিতে একদিন হবেই।
Related News

সিলেটে ৪ বিদ্রোহীকে বহিষ্কার করলো আ.লীগ
বৈশাখী নিউজ ডেস্ক: দলের সিদ্ধান্তের অমান্য করে নির্বাচনে অংশ নেয়ায় সিলেটের গোলাপগঞ্জ ও জকিগঞ্জের ৪জনRead More

৫২ পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী হলেন যারা
বৈশাখী নিউজ ডেস্ক: চতুর্থ ধাপে নির্বাচন হতে যাওয়া ৫৬টি পৌরসভার মধ্যে ৫২টিতে মেয়র পদে চূড়ান্তRead More
Comments are Closed