শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
শনিবার (১২ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন, নীলফামারী জেলার ডোমার থানার দিগন্তপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২২) ও সীতাকুণ্ডের বাড়বকুড় ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. মাসুদ (২০)। আহত শ্রমিকের নাম মারজান।
স্থানীয়রা জানায়, সীতাকুণ্ড উপজেলাধীন কুমিরা সাগর পাড়ে অবস্থিত মো. মহসিনের মালিকানাধীন ওডব্লিউডব্লিউ নামক শিপব্রেকিং ইয়ার্ডে আমদানি করা একটি স্ক্র্যাপ জাহাজে কাটিংয়ের কাজ করছিল কিছু শ্রমিক। এর মধ্যে কয়েকজন শ্রমিক বিকাল ৫টার দিকে তেলের ট্যাংকিতে প্রবেশ করে তেল নিষ্কাশনের সময় সেখানে জমে থাকা বিষাক্ত গ্যাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে রাত ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. সাইফুল ইসলাম ও মো. মাসুদকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত অফিসার এএসআই মো. আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিপব্রেকিং ইয়ার্ডের স্ক্র্যাপ জাহাজে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হওয়া দুই শ্রমিককে রাত ৯টার দিকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Related News

বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে, ৩ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুবছড়ি এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক খালে পড়ে তিনজন নিহত হয়েছেন।Read More

হাতিয়ায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৯
বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে বরযাত্রীর নৌকাডুবির ঘটনায় শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে দুইRead More
Comments are Closed