Main Menu

চমক নিয়ে আসছে এমআই মিক্স আলফা

প্রযুক্তি ডেস্ক:শাওমি মিক্স সিরিজের এমআই মিক্স আলফাতে রয়েছে অনেক নতুন প্রযুক্তি। ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার এমআই মিক্স আলফা নামের নতুন স্মার্টফোনটি নিয়ে এসেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি।

চীনের বাজারে উন্মুক্ত হয়েছে এমআই মিক্স আলফা নামের এই স্মার্টফোন। ৭ দশমিক ৯২ ইঞ্চির ডিসপ্লে দিয়ে প্রায় পুরো ফোনের বডি মুড়াতে পেরেছে শাওমি।

স্মার্টফোনটির ১৮০ শতাংশজুড়েই রয়েছে ডিসপ্লে। ফোনটির একদম ওপরে ও নিচে রয়েছে ২ দশমিক ১৫ মিলিমিটারের সরু বেজেল।

এমআই মিক্স আলফাতে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও থাকছে ২০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও ১২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। এ সেন্সরে তোলা ছবির রেজুলেশন হবে ১২০৩২ x ৯০২৪ পিক্সেল। একটি পিক্সেলের সাইজ ০.৮ মাইক্রন।

ফাইভ জি ব্যবহার উপযোগী এই স্মার্টফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর, ফাইভজি, ১২ জিবি র‍্যাম, ৫১২ জিবি। ৪০০০ এমএএইচ ব্যাটারির জন্য থাকবে ৪০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।

এমআই মিক্স আলফাকে শাওমি বলছে ‘কনসেপ্ট স্মার্টফোন’। এখনই এর ‘মাস প্রোডাকশন’ শুরু হবে না। সীমিত আকারে ফোনটির বিক্রি শুরু হবে ডিসেম্বরে। এর দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার টাকা।

0Shares

Related News

Comments are Closed