Main Menu

বিদ্যুতের দাবিতে ওসমানীনগরে সড়ক অবরোধ

ওসমানীনগর সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার (১০ মে) রাতে উপজেলার শেরপুর সেতুর পাশে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করে সাদিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ।

তারাবির নামাজ পড়ে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ শুরু করেন তারা। এসময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধের ফলে মহাসড়কের শেরপুর এলাকার প্রায় দশ কিলোমিটার এলাকাজুড়ে আটকা পড়ে বিভিন্ন ধরণের যানবাহন।

এলাকাবাসী জানান, পবিত্র রমজান মাস তারাবি, ইফতার, সেহরীর সময় বিদুৎ থাকেনা। বিদুৎ অফিসে যোগাযোগ করলেও কোন ফল পাওয়া যায়না। এ কারণে সাধারণ মানুষ অতিষ্ট হয়ে এক প্রকার বাধ্য হয়ে মহাসড়ক অবরোধে নামেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও অবরোধ তুলে নিতে ব্যর্থ হয়। পরে রাত সোয়া দশটায় মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন স্থানীয় জনতা।

Share





Related News

Comments are Closed