Main Menu

শীতে আগুন পোহাতে গিয়ে শিশুসহ দগ্ধ ৮

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে আগুন পোহাতে গিয়ে গত দুই দিনে শিশুসহ আট জন দগ্ধ হয়েছে। দগ্ধদের ছয়জন শিশু ‍ও দুজন নারী। তাদের পাঁচজন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা হাসপাতালটি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। সদর হাসপাতালের রেজিস্ট্রার সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, জেলার বিভিন্ন উপজলায় শীতের তীব্রতা ক্রমাগত বাড়ছে। শীত নিবারণে আগুন পোহাতে এবং পানি গরম করতে গিয়ে এসব নারী ও শিশু দগ্ধ হয়েছে।

দগ্ধরা হলো— হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের সিয়াম (৬), বাহুবল সুখচর গ্রামের সানিয়া (১৫ মাস), শহরের মোহনপুরের জিহাদ আহম্মেদ (২), চুনারুঘাট মহিমাউড়া গ্রামের অর্পি (৯), বাসুলা গ্রামের বিলকিছ (১০ মাস) ও কাইফ (২), বানিয়াচং উপজেলা সদরের রহিমা বেগম (৪৫) এবং আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের সুমনা বেগম (২২)।

হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. দেবাশীষ দাশ জানান, দগ্ধ হয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছে, এদের বেশিরভাগেই শীত নিবারণ করতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছে।

Share





Related News

Comments are Closed