Main Menu

লাখাইয়ে তু্চ্ছ ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২৫

ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের লাখাইয়ে তুচ্ছ ঘটনা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার তেঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে একটি তুচ্ছ ঘটনা নিয়ে কথাকাটাকাটির জের ধরে তেঘরিয়া গ্রামের মুখলিছ মিয়ার ছেলে জাবেদকে মৌবাড়ী গ্রামের আক্কাস মিয়ার লোকজন মারধর করেন। বিকেলে এ ঘটনাকে কেন্দ্র করে মৌবাড়ীসহ অন্যান্য গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত চার জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে; বাকিদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) চম্পক ধাম জানান, সামান্য ঘটনা নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনেক চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত। সংঘর্ষের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

 

Share





Related News

Comments are Closed