কানাইঘাটে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত ১,আহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে বোরো ধান কাটাতে গিয়ে বজ্রপাতে এক কৃষক নিহত এবং দুইজন গুরুত্বর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার দিঘীরপার পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত বর্গাচাষী বাবুল আহমদ (৪৮) উপজেলার দক্ষিণ কুয়রেরমাটি গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র।
এছাড়াও বজ্রপাতে জলসে গিয়ে গুরুত্বর আহত হয়েছেন নিহত বাবুল আহমদের ভাতিজা ফাহিম আহমদ (১৭) ও মানিকপুর গ্রামের বাবু বিশ্বাসের ছেলে প্রদিপ বিশ্বাস (২০)।
নিহতের স্বজন ও স্হায়ীরা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টারর দিকে বাবুল আহমদ স্হানীয় শফিক হাওরে বর্গা জমিতে বুরো ধান কাটতে যান। এ সময় তার সাথে ছিল ভাতিজা ফাহিম আহমদ ও প্রদীপ বিশ্বাস সহ ২জন। হঠাৎ করে প্রচন্ড বজ্রপাত এসে তাদের উপর পড়লে জ্বলসে গিয়ে গুরুত্বর আহত হন তারা।
খবর পেয়ে স্হানীয় লোকজন ধানকাটা জমি থেকে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাবুল আহমদকে মৃত ঘোষণা করেন। জলসে গিয়ে গুরুত্বর আহত ফাহিম ও প্রদীপ বিশ্বাসকে তাৎক্ষণিক চিকিৎসকরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহতের লাশ কানাইঘাট থানায় নিয়ে আসার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
স্হায়ীয় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী ও ইউপি সদস্য সাহাব উদ্দিন জানান, পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন বজ্রপাতে নিহত বাবুল আহমদ। তিনি অন্যের জমি বর্গা নিয়ে চাষ করতেন। এই অসহায় পরিবারের পাশে সবাইকে দাঁড়ানোর জন্য তারা আহবান জানান।
Related News

ঈদে টানা ১২ দিন তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঈদে টানা ১২ দিন তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। মঙ্গলবার (২৫Read More

সিলেটে পাথর উত্তোলন বন্ধে ১৬ সরকারি কর্মকর্তাকে বেলার আইনি নোটিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন নদীতে পাথর উত্তোলন হওয়ায় ১৬ জন সরকারি কর্মকর্তাকেRead More
Comments are Closed