মাধবপুরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক শিশু ও এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহত সবাই প্রাইভেটকারের যাত্রী বলে জানা গেছে।স্থানীয়রা জানিয়েছেন, নিহত ৫ জনের মধ্যে ৪জন একই পরিবারের।
বুধবার (১ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পটুয়াখালী জেলার গলাচিপা থানার মো. জামাল (৪০), তার স্ত্রী কামরুন্নাহার (৩৫), ছেলে মো. অনন্ত (১১), তার ছোট ভাই মো. এনামুল (৩৫) ও গাড়িচালক বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার হারুণ বেপারী (৩৫)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, সিলেটে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত শেষে প্রাইভেটকারে ঢাকায় ফিরছিলেন পাঁচজন। রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার বাদসাগেট এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
পরে হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যায়। তারা ঢাকায় বসবাসরত বরিশাল এলাকার বাসিন্দা বলে জানান ওসি।
মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাইভেটকারটি সিলেট থেকে ফেরার পথে রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুরের শাহপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মাজার জিয়ারতের জন্য পরিবারের সবাই মিলে প্রাইভেটকারে সিলেটে গিয়েছিল। নিহতদের বাড়ি বরিশালে তবে ঢাকার সাভার এলাকায় বাসা ভাড়া করে বসবাস করতেন। তাদের স্বজনদের মোবাইল ফোনে জানানো হয়েছে। তারা আসার পর নাম-পরিচয় নিশ্চিত হওয়া যাবে।প্রাইভেটকার থেকে এক নারীসহ পাঁচজনের মরদেহগুলো উদ্বার করা হয়েছে। মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দুটি জব্দ করা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মনোতোষ মল্লিক জানান, রাত দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারের বিভিন্ন অংশ কেটে মরদেহ উদ্ধার করা হয়েছে।
Related News

ছাত্রদল নেতা পরিচয়ে ভ্যাট কর্মকর্তার চাঁদা দাবি, জনতার গণপিটুনি
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকায় সাবেক ছাত্রদল নেতা পরিচয়ে চাঁদা দাবি করায়Read More

মাধবপুরে আ.লীগের দুই নেতা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে গত ৪ আগষ্ট বৈষম্য বিরুদ্ধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছাত্রদের উপরRead More
Comments are Closed