কমলগঞ্জে চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১১ প্রার্থীর মনোনয়ন জমা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং সংরক্ষিত আসনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মনোয়নপত্র জমাদানের শেষ দিন বৃহষ্পতিবার (২ মে) উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তিন পদে ওই ১১ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছেন।
তবে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির কোন প্রার্থী এবার উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণের লক্ষে মনোয়নপত্র দাখিল করেননি।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, নির্বাচনে চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক কার্য্যনির্বাহী সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা দুর্নীীত প্রতিরোধ কমিটির সভাপতি মো: ইমতিয়াজ আহমেদ (বুলবুল), চমন উদ্দিন ও চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিদ্দেক আলী, হাফেজ মাওলানা মো: আব্দুল ওহাব, নিরঞ্জন দেব, মোহাম্মদ আলমগীর চৌধুরী ও চা শ্রমিক নেতা সুনীল কুমার মৃধা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম ও নারীনেত্রী মুন্না দেব রায় মনোনয়ন জমা দেন।
মনোয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীর সমর্থকেরা সকাল থেকে উপজেলা রিটার্ণিং কার্যালয়ের সম্মুখে জড়ো হন।
Related News

বড়লেখায় তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় এক তরুণীকে (২১) ধর্ষণের অভিযোগে রাজেন রায় ঘাটোয়ার (২৮) নামেRead More

কমলগঞ্জে এমআইসিজি’র ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পর্যটনশিল্পকে আরও সমৃদ্ধ করতে ”মৌলভীবাজার ইন্ডিজিনাস কালচারাল গ্রুপ’’ (এমআইসিজি) একRead More
Comments are Closed