Main Menu

বিশ্বনাথে দোকান কর্মচারীর টাকা-মোবাইল ছিনতাই

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ-মিরেরচর-হাবড়া বাজার সড়কে ছিনতাইকারীদের হামলায় গুরুত্বর আহত হয়েছে আতাউর রহমান নামের এক দোকান কর্মচারী। ছিনতাইকারীরা এসময় তাকে মারধর করে তার কাছে থাকা নগদ ৪০ হাজার টাকা ও ১টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। এলাকাবাসী আহত অবস্তায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মুফতিরগাঁও-বিশ্বনাথেরগাঁও গ্রামের মধ্যবর্তি স্থানে কবরস্থানের সামনে হামলার শিকার হয় আতাউর। সে উপজেলার দক্ষিণ মিরেরচর গ্রামের আছমত আলীর পুত্র।
এব্যাপারে আতাউর রহমান বলেন, বাই-সাইকেল যোগে বাড়ি ফেরার পথে কবরস্থানের সামনে দুই দিক থেকে দুটি চার্জ লাইটের আলো আমার চোখে এসে পড়ে। এসময় একজন আমার মাথার পিছনে খুব জোরে আঘাত করে। সাথে সাথেই আমি জ্ঞান হারিয়ে ফেলি। এসময় দুর্বৃক্তরা আমার ৪০ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়েছে।

Share





Related News

Comments are Closed