জাফলং জিরো পয়েন্টে পাথর লুটপাট মামলার প্রধান আসামি গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলং জিরো পয়েন্টে পাথর লুটপাট মামলার অন্যতম আসামি আনোয়ার হোসেন (৪২)–কে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাফলং এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই মাদকসেবী ব্যক্তিকেও আটক করা হয়।
পুলিশ জানায়, চলতি বছরের আগস্টে জাফলং জিরো পয়েন্টে ঘটে যাওয়া পাথর লুটকাণ্ডে আনোয়ার সরাসরি জড়িত ছিল এবং ঘটনার পর থেকে পলাতক অবস্থায় ছিল। তার গোপন আস্তানায় মাদক সেবনের খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার জানান, গ্রেফতারকৃত আনোয়ারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি পাথর লুটের মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৭–৯ আগস্ট টানা তিন দিনে জাফলং জিরো পয়েন্ট থেকে প্রায় ৪০–৫০ হাজার ঘনফুট পাথর লুট করা হয়। এ ঘটনায় ১৮ আগস্ট অজ্ঞাতনামা ১০০–১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।
Related News
সিলেট সীমান্তে ৫৭ লাখ টাকার ইয়াবার চালান ধরলো বিজিবি
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয়Read More
জাফলং জিরো পয়েন্টে পাথর লুটপাট মামলার প্রধান আসামি গ্রেফতার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলং জিরো পয়েন্টে পাথর লুটপাট মামলার অন্যতম আসামিRead More



Comments are Closed