৮ বছর পর ভারতীয় আপেল আমদানি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রায় আট বছর পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় আপেল আমদানি শুরু হয়েছে। ভারতের কাশ্মির থেকে এ আপেল এনেছে চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান খাজা আজমির ট্রেডিং।
রোববার (৯ নভেম্বর) বিকালে কাশ্মির থেকে আপেল বোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। প্রথমদিন ২৫ টন আপেল আমদানি করা হয়। কাস্টম্সের যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় খালাস কার্যক্রম শুরু হয়।
দীর্ঘদিন পর ফল আমদানি শুরু হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন বন্দরের শ্রমিক ও ব্যবসায়ীরা। তারা জানান, এর মাধ্যমে বন্দর আবারও সরব হয়ে উঠবে। একইসঙ্গে আমদানি বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহযোগিতা কামনা করেছেন ব্যবসায়ীরা।
হিলি কাস্টম্সের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাঁধন বলেন, দীর্ঘ বিরতির পর আবারও এই বন্দর দিয়ে আপেল আমদানি শুরু হয়েছে। প্রতি টন আপেল ৭০০ ডলারে শুল্কায়ন করা হচ্ছে। যেহেতু আপেল কাঁচাপণ্য, তাই দ্রুত ছাড়করণে আমদানিকারকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
Related News
৮ বছর পর ভারতীয় আপেল আমদানি শুরু
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রায় আট বছর পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়েRead More
ডোমারে দুই ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য কারাগারে
Manual4 Ad Code রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিরRead More



Comments are Closed