এমইউতে চালু হচ্ছে ‘বিএসসি ইন ডাটা সায়েন্স’, ইউজিসির পরিদর্শন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে নতুন প্রোগ্রাম ‘বিএসসি (অনার্স) ইন ডাটা সায়েন্স’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রোগ্রামের অনুমোদনের প্রক্রিয়ার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর একটি প্রতিনিধি দল মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিদর্শন করেছে।
প্রতিনিধি দলে ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এর ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সহযোগী ডিন প্রফেসর ড. দীপ নন্দি এবং ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক বি. এম. সোহেল রানা।
পরিদর্শনকালে তাঁরা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি, লাইব্রেরি এবং ক্যাম্পাসের বিভিন্ন সুবিধা ঘুরে দেখেন। পরবর্তীতে তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। প্রতিনিধি দল মেট্রোপলিটন ইউনিভার্সিটির মনোরম ক্যাম্পাস ও আধুনিক ল্যাবরেটরি সুবিধার প্রশংসা করেন।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. ইশরাত ইবনে ইসমাইল, ট্রেজারার প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফা, আইকিউএসির পরিচালক প্রফেসর চৌধুরী এম. মোকাম্মেল ওয়াহিদ, স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভারপ্রাপ্ত ডিন মাহফুজুল হাসান, পরিচালক (অর্থ) এনামুল হক, রেজিস্ট্রার জাহেদ হোসেন গজনভী এবং ডাটা সায়েন্স প্রোগ্রামের নিয়োজিতব্য শিক্ষকবৃন্দ।
Related News
এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার আবেদন শুরু মঙ্গলবার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৫–২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফরমRead More
সিলেট সরকারি কলেজের নতুন অধ্যক্ষ ফরিদ আহমেদ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানRead More



Comments are Closed