অবশেষে ফেসবুকে এলো ‘ডিসলাইক’ বাটন
তথ্যপ্রযুক্তি ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ফেসবুকে যুক্ত হলো বহুল প্রত্যাশিত ‘ডিসলাইক’ বাটন। সামাজিক যোগাযোগমাধ্যমটির মোবাইল অ্যাপে নতুন এই ফিচার চালু করা হয়েছে। এখন থেকে ব্যবহারকারীরা কোনো মন্তব্যে ‘ডিসলাইক’ দিয়ে প্রতিক্রিয়া জানাতে পারবেন।
তবে এখনো সকল ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত হয়নি। কেউ চাইলে ফেসবুক অ্যাপ আপডেট করে ফিচারটি সক্রিয় হয়েছে কিনা তা দেখতে পারেন।
প্রাথমিকভাবে ফেসবুক ‘অ্যানয়িং’ (Annoying) নামে নিচের দিকে তীরচিহ্নযুক্ত একটি বোতাম চালু করেছিল। তবে সর্বশেষ আপডেটে সেটির পরিবর্তে যুক্ত হয়েছে ‘ডিসলাইক’ (Dislike) আইকন।
এ বিষয়ে এখনো মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এছাড়া ফিচারটি ওয়েব সংস্করণে দেখা না গেলেও ফেসবুকের মোবাইল অ্যাপে সীমিত আকারে চালু করা হয়েছে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ধীরে ধীরে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করা হতে পারে।
অনেক দিন ধরেই ব্যবহারকারীরা ফেসবুকে ‘ডিসলাইক’ বাটনের দাবি জানিয়ে আসছিলেন যাতে কোনো পোস্ট বা মন্তব্যের প্রতি অসন্তোষ বা অসম্মতি প্রকাশ করা যায়। এতদিন ফেসবুক শুধুমাত্র ইতিবাচক প্রতিক্রিয়া (যেমন লাইক, লাভ, কেয়ার, হাসি ইত্যাদি) ব্যবহারের মাধ্যমে ইতিবাচক মনোভাব বজায় রাখার চেষ্টা করেছিল।
তবে নতুন ‘ডিসলাইক’ বাটন চালুর মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীদের মত প্রকাশের ধরনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Related News
অবশেষে ফেসবুকে এলো ‘ডিসলাইক’ বাটন
Manual7 Ad Code তথ্যপ্রযুক্তি ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ফেসবুকে যুক্ত হলো বহুল প্রত্যাশিত ‘ডিসলাইক’Read More
ফেসবুকের নতুন যে সেটিংস অন না করলে কমে যাবে রিচ ও মনিটাইজেশন সুযোগ!
Manual8 Ad Code তথ্যপ্রযুক্তি ডেস্ক: ফেসবুক এখন শুধু সামাজিক যোগাযোগের মাধ্যম নয়—এটি হয়ে উঠেছে লাখোRead More



Comments are Closed