এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার আবেদন শুরু মঙ্গলবার
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৫–২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফরম পূরণের নির্দেশনা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। অনলাইনে ফরম পূরণ শুরু হবে মঙ্গলবার (১১ নভেম্বর), আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২১ নভেম্বর (শুক্রবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ২২ নভেম্বর (শনিবার) রাত ১১টা ৫৯ মিনিট।
নির্দেশনা অনুযায়ী, এসএসসি/ও লেভেল/সমমান এবং এইচএসসি/এ লেভেল/সমমান দুই পরীক্ষায় মোট জিপিএ থাকতে হবে কমপক্ষে ৮ দশমিক ৫। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৪.০০-এর কম হলে সেই শিক্ষার্থী আবেদন করার যোগ্য হবেন না। এছাড়া জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট থাকতে হবে ৩ দশমিক ৫।
ভর্তি ফরম পূরণের সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশের ওয়েবসাইট থেকে।
শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদন জমা দিতে অনুরোধ জানানো হয়েছে।
Related News
এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার আবেদন শুরু মঙ্গলবার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৫–২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফরমRead More
সিলেট সরকারি কলেজের নতুন অধ্যক্ষ ফরিদ আহমেদ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানRead More



Comments are Closed