Main Menu

কমলগঞ্জে বজ্রপাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মৃত্যু

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতের শিকার হয়ে ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান (৫৫) নিহত হয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের মোকাবিল গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

Manual7 Ad Code

ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আব্দুল্লাহ জানান, ফজলুর রহমান দুপুর ১২টার দিকে বাড়ির পাশে ঘাস কাটতে যান। আড়াইটা থেকে তিনটার দিকে প্রচন্ড বজ্রপাত ও বৃষ্টি শুরু হলে পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে বের হন। বিকেল চারটার দিকে বাড়ির পাশের ধানি জমিতে তাঁকে পড়ে থাকতে দেখে।

মোঃ আব্দুল্লাহ আরও জানান, বজ্রপাতে মৃত অবস্থায় ফজলুর রহমানের শরীর কালো হয়ে গিয়েছিল, তবে তিনি স্বভাবতই ফর্সা ছিলেন। মৃত ফজলুর রহমান ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান ছিলেন। নির্বাচিত চেয়ারম্যান সুলেমান মিয়া পলাতক থাকায় তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

Manual5 Ad Code

খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর ঘটনাস্থলে যাচ্ছেন এবং পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছেন।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code