পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে দেশ আবার স্বৈরাচারের কবলে পড়বে: চরমোনাই পীর
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে দেশকে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।
তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে দেশে আবারও স্বৈরাচারের জন্ম নেবে, জনগণের অধিকার হরণ হবে।
সোমবার (৬ অক্টোবর) সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিগত স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার ও তাদের বিচারকালীন কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে।
গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এবং ইসলামী শ্রমিক আন্দোলনের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল মুছাব্বির রুনু, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা তোফায়েল আহমদ খাঁন, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সেক্রেটারি হাফিজ জয়নুল ইসলাম, খেলাফত মজলিসের সহ–সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, এলডিপি নেতা এমদাদুল হক, এনসিপি সংগঠক ইমন দোজা, জুলাই যোদ্ধা জহুর আলীসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সভাপতি ও সুনামগঞ্জ-৪ (সদর–বিশ্বম্ভরপুর) আসনের এমপি পদপ্রার্থী মুফতি শহীদুল ইসলাম পলাশী।
Related News
সুনামগঞ্জে হাফ ম্যারাথন, ২১ কিলোমিটার দৌড়ে সেরা ৫৫ বছর বয়সী
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ‘আমি নিয়মিত দৌড়াই, এ জন্যই সুস্থ আছি। দৌড়ালে ওষুধRead More
ছাতকে স্বামী হত্যা মামলায় স্ত্রী গ্রেপ্তার
Manual7 Ad Code ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল আলোচিত ব্যবসায়ী জিয়াউর রহমান হত্যা মামলার রহস্যRead More



Comments are Closed