Main Menu

নামাজরত অবস্থায় মাদ্রাসার প্রধানকে বেঁধে নিয়ে মারধর, প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নামাজরত অবস্তায় মাদ্রাসার প্রধানকে বেঁধে নিয়ে মারধর করেছে আওয়ামীলীগ নেতাসহ কয়েকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে খাগাউড়া-মহিষাকোনা গ্রামে।

জানা গেছে, ইউনিয়নের খাগাউড়া-মহিষাকোনা মাদানিয়া আমিনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা শরীফ উদ্দিন জিয়াকে (৪৫) স্থানীয় আওয়ামী লীগ নেতা সিদ্দিক আলী, মামুন সিদ্দিকি, কামরুল ইসলাম, নিজাম উদ্দিন, জুনায়েদ আহমদসহ কয়েকজন গত বুধবার (১৮ জুন) সন্ধা ৭টায় মাদ্রাসার প্রধান-মুহতামিম মাওলানা শরীফ উদ্দিনকে বেঁধে নিয়ে মারধর করে। এমন খবর পেয়ে থানার এসআই শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে মাদ্রাসার মুহতামিমকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিকার (১৯ জুন) বিকেল ৩টার দিকে ইউনিয়নবাসীর ব্যানারে জগন্নাথপুর পৌর পয়েন্টে মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন মাদ্রাসার মুহতামিম ও শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা ছিদ্দিক আলী ও তার লোকজন বুধবার মাগরিবের নামাজরত অবস্তায় মাওলানা শরীফ উদ্দিনকে বেঁধে নিয়ে মারধর করে। এলাকার লোকজনের সহযোগিতায় থানা পুলিশ গিয়ে মাওলানা শরীফ উদ্দিনকে উদ্ধার করেছে।

বক্তারা বলেন, একজন আলেম ও মাদ্রাসার প্রধানকে বেঁধে নিয়ে মারধরের এমন ঘটনার সাথে জড়িতদেরকে দ্রুত গ্রেফতার করতে প্রশাসনের কাছে জোর দাবি জানান।

এঘটনায় মাওলানা শরীফ উদ্দিন জানান তিনি বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

Share





Related News

Comments are Closed