সিলেট থেকে স্পেনের উদ্দেশে উড়লো আরও একটি কার্গো ফ্লাইট

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০ টন পণ্য নিয়ে ইউরোপের স্পেনের জারাগোজা এয়ারপোর্টের উদ্দেশে আরও একটি চার্টার্ড কার্গো ফ্লাইট ছেড়ে গেছে।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ‘গেলিস্ট এয়ার’র কার্গো উড়োজাহাজটি সিলেট ত্যাগ করে।
বিমানবন্দর পরিচালক মো. হাফিজ আহমদ ফ্লাইটের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বাংলাদেশের তৈরি রপ্তানিযোগ্য বিভিন্ন গার্মেন্টস পণ্য নিয়ে উড়োজাহাজটি স্পেনের উদ্দেশ্যে যাত্রা করেছে। সিলেট থেকে ছেড়ে যাওয়া এগারোতম কার্গো ফ্লাইট এটি।
তিনি আরও জানান, শুরুর দিকে প্রতি সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করা হলেও এখন থেকে প্রতি সপ্তাহে দুটি কার্গো ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আগামী ২২ জুন রোববার আরও একটি ফ্লাইট সিলেট থেকে ছেড়ে যাবে।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল ঢাকার বাইরে প্রথমবারের মতো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু হয়। স্বাধীনতার পর দেশের ইতিহাসে এটি ছিল একটি মাইলফলক ঘটনা। প্রথম ফ্লাইটে ঢাকার তিনটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের ৬০ টন গার্মেন্টস পণ্য পাঠানো হয় স্পেনের জারাগোজা গন্তব্যে।
Related News

ওসমানীনগরে প্রবাসী নারীকে হয়রানির অভিযোগ আ.লীগ নেতা ও পুলিশের বিরুদ্ধে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশ ও নিষিদ্ধ আওয়ামী লীগRead More

সিলেট-তামাবিল সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় তামাবিল-জাফলং মহাসড়কের কাটাগাঙ নামক স্থানে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষেরRead More
Comments are Closed