Main Menu

সাংবাদিক নুরুল ইসলামের মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল সিলেট প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুরুল ইসলামের মায়ের দাফন সম্পন্ন হয়েছে।

মরহুমা ফুলবী বেগম (৬২) গতকাল শুক্রবার (১৩ জুন) রাত ১০ টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৪ জুন) সকাল ১১টায় সিলাম পঞ্চায়েতি ঈদগাহ মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন সিলাম কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা খালেদ আহমদ।

জানাযার নামাজে সাংবাদিক, কবি, সাহিত্যিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি ও পেশাজীবি সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাযা শেষে সিলাম পঞ্চায়েতি গোরস্তানে মরহুমাকে দাফন করা হয়।

Share





Related News

Comments are Closed