বিয়ের দাবিতে ২ সন্তানের জননীর অনশন, পালালেন প্রেমিক
বৈশাখী নিউজ ডেস্ক: পটুয়াখালীর বাউফলে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিক কাওসার হাওলাদারের (৩৫) বাড়িতে অনশন করছেন নাসিমা (৪০) নামের দুই সন্তানের এক জননী।
বুধবার (১১ জুন) বিকেল ৪টা থেকে উপজেলার কালাইয়া ইউনিয়নে শৌলা বন্দেআলী হাওলাদার বাড়িতে অনশন করছেন তিনি।
জানা গেছে, ওই গৃহবধূর বাড়ি ঢাকার কেরানীগঞ্জ। প্রেমিক কাওসার হাওলাদারের বাবার নাম আনসার হাওলাদার। এ ঘটনায় প্রেমিক কাওসার পলাতক রয়েছেন।
এ বিষয়ে নাসিমা জানান, কাওসার ঢাকায় একটি প্লেনসিটের দোকানে চাকরি করতেন। তিনি তার স্বামীর বন্ধু। সেই সুবাদে তাদের বাসায় আসা-যাওয়া করতেন কাওসার। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। আর এই প্রেম চলে প্রায় ৫ বছর। তার দুইটি সন্তান আছে। তাদের প্রেমের বিষয়টি তার স্বামী জানতে পারে এবং একপর্যায়ে তাকে বাসা থেকে তাড়িয়ে দেয়।
তিনি জানান, প্রেমিক কাওসারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানালে কাওসার তার ফোন বন্ধ করে রাখে। এরপর নিরুপায় হয়ে তিনি কাওসারের বাড়ি চলে আসেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতারুজ্জামান সরকার বলেন, বিষয়টি মাত্র জানতে পারলাম। আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Related News
বাড়িতে বিয়ের নাচ-গান দোকানে বরের ঝুলন্ত দেহ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: পটুয়াখালীর দশমিনায় মো. শুভ দ্বীন ইসলাম (২৬) নামের একRead More
যেখানে বদলি সেখানেই বিয়ে, বন কর্মকর্তার ১৭ স্ত্রী
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নারীদের প্রতারণার ফাঁদে ফেলে একের পর এক বিয়ে। এরপরRead More



Comments are Closed