জকিগঞ্জে নদী ভাঙ্গন প্রতিরোধে সর্বদলীয় মতবিনিময় সভা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রতিবছর নদী ভাঙ্গনের সম্মুখীন হয়ে মারাত্মক ক্ষতিগ্রস্থ জকিগঞ্জবাসী এবার সোচ্চার হয়েছেন দাবী আদায়ে।
মঙ্গলবার (১০ জুন) বিকাল ৩ টায় জকিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সুরমা-কুশিয়ারা নদীর ভাঙ্গন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসানের সভাপতিত্বে ও সাবেক কাউন্সিল মোস্তাক আহমদের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা কফিলুজ্জামান।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সারা দেশের নদী ভাঙ্গন আর জকিগঞ্জের নদী ভাঙ্গন এক নয়। এখানে নদী ভাঙ্গনের ফলে দেশের মানচিত্রের পরিবর্তন ঘটে। দেশের মাটি ভারতের দখলের চলে যাচ্ছে। জকিগঞ্জের মানুষ ভিটেমাটি হারা হচ্ছে। শত-শত একর ফসলী জমি, ধর্মীয় উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক জনগুরুত্বপূর্ণ রাস্তাঘাট হারিয়ে আজ জকিগঞ্জ উপজেলাবাসীর চরম কষ্ট পোহাতে হচ্ছে। এমতাবস্থায় পানি উন্নয়ন বোর্ড পরির্দশ ছাড়া কার্যকরী কোন প্রদেক্ষেপ নিচ্ছে না জকিগঞ্জে। চলিত সপ্তাহে নদীর পানি কমতে থাকলেও এখনোও জরুরী মেরামতের কোন উদ্যোগ নেই তাদের।
বক্তারা বলেন, আগামী ৪ দিনের মধ্যে ভাঙ্গনের স্থানগুলো জরুরী মেরামতের ব্যবস্থা না করলে জকিগঞ্জ জন দাবি আদায় পরিষদ এর মাধ্যমে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ইকবাল আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, খেলাফত মজলিস সিলেট জেলা সিনিয়র সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, জকিগঞ্জ উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা বিলাল আহমদ ইমরান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুছব্বির, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি হেকিম শিহাব উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারী সারওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা আব্দুল খালিক, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুস শহিদ, উপজেলা খেলাফত মজলিস এর সাধারণ সম্পাদক মাওলানা আলা উদ্দিন তাপাদার ও ইসলামি আন্দোলন উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম প্রমূখ। বিজ্ঞপ্তি
Related News

ওসমানীনগরে প্রবাসী নারীকে হয়রানির অভিযোগ আ.লীগ নেতা ও পুলিশের বিরুদ্ধে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশ ও নিষিদ্ধ আওয়ামী লীগRead More

সিলেট-তামাবিল সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় তামাবিল-জাফলং মহাসড়কের কাটাগাঙ নামক স্থানে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষেরRead More
Comments are Closed