শ্রীমঙ্গলে পশ্চিম ভাড়াউড়া এলাকাবাসীর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া এলাকাবাসীর উদ্যোগে ১০ গ্রামের পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) দুপুরে পশ্চিম ভাড়াউড়া গ্রামের ঈদগাহ ময়দানে সাবেক মেম্বার আনার মিয়ার সার্বিক সহযোগিতায় ও এলাকার বিশিষ্ট মুরুব্বি যত্রিক মিয়ার সভাপতিত্বে ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
মাওলানা আব্দুল মুমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো. দুরুদ আহম্মদ, ৩নং সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. দুদু মিয়া, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক মো. নুরুল আলম সিদ্দীকি, যুগ্ম আহবায়ক মো. তাজ উদ্দীন তাজু।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মশিউর রহমান রিপন, মো. মুকসুদুর রহমান, পৌর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা মৎসজীবি সম্প্রদায়ের ১০ গ্রামের পঞ্চায়েত কমিটির বিশিষ্ট মুরুব্বি উপস্থিত ছিলেন।
সভা শেষে পবিত্র মিলাদ শেষে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের সদস্যদের জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
Related News

বড়লেখায় শ্রী শ্রী উদ্ধব ঠাকুরের আখড়ায় চুরি, স্বর্ণ ও টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাখিয়ালা গ্রামে শ্রী শ্রী উদ্ধব ঠাকুরের আখড়ার দুটি মন্দিরেRead More

বড়লেখা সীমান্ত দিয়ে ১৩ জনকে ঠেলে দিলো বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরও ১৩ জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীRead More
Comments are Closed