Main Menu

সৌদিতে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ, ঈদ ৬ জুন

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই দেশটিতে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

মঙ্গলবার (২৭ মে) স্থানীয় সময় সন্ধ্যায় গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গালফ নিউজ জানায়, সৌদিতে বুধবার থেকে জিলহজ মাসের গণনা শুরু হবে। ইসলাম ধর্ম মতে, আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ১০ তারিখ উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। ফলে দেশটিতে আগামী ১০ জিলহজ বা ৬ জুন শুক্রবার ঈদুল আজহার প্রথম দিন উদযাপিত হবে। ।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে সৌদি আরবে বুধবার (২৮ মে) জিলহজ মাস শুরু হবে। এ মাসের ১০ তারিখ অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডারের ৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

এদিকে, মালয়েশিয়ায় পবিত্র জিলহজ বা ঈদুল আজহার চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় দেশটিতে জিলহজের চাঁদের অনুসন্ধান করা হয়। কিন্তু আকাশের কোথাও চাঁদের দেখা না মেলায় ঘোষণা দেয়া হয়, এ বছরের জিলকদ মাসটি ৩০ দিন পূর্ণ করবে এবং ২৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে। সে হিসাবে আগামী ৭ জুন শনিবার উদ্‌যাপিত হবে ঈদুল আজহা।

ইন্দোনেশিয়াও আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে ঈদুল আজহা পালিত হবে শুক্রবার (৬ জুন)। এ ছাড়া ব্রুনাইয়েও চাঁদ দেখা যায়নি বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে গালফ নিউজ। তাই দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আগামী ৭ জুন।

 

Share





Related News

Comments are Closed