Main Menu

সৌদিতে উটের সঙ্গে ধাক্কায় প্রাণ হারালেন জুড়ীর সাইফুল

বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মৌলভীবাজারের সাইফুল ইসলাম (২৮)। কয়েক দিনের মধ্যেই তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই মর্মান্তিক এই দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন তিনি।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২০ মে) সৌদি আরবের স্থানীয় সময় বিকেল চারটার দিকে, রাজধানী রিয়াদের নিকটবর্তী এলাকায়।

সাইফুল শহরে আত্মীয়-স্বজনের জন্য কেনাকাটা করতে যাচ্ছিলেন সহকর্মী বাবলু মিয়াকে সঙ্গে নিয়ে। পথে একটি উটের সঙ্গে ধাক্কা খেয়ে তাদের বহনকারী গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সাইফুল মারা যান। আহত হয়েছেন বাবলু মিয়া ও গাড়ির পাকিস্তানি চালক।

সাইফুল ইসলাম মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পূর্ব বেলাগাঁও গ্রামের শারজান মিয়ার ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে সাইফুল ছিলেন সবার বড়। প্রায় তিন বছর আগে তিনি সৌদি আরবে যান এবং রিয়াদ শহরের কাছে একটি মোরগের খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন।

সম্প্রতি তার কর্মস্থল থেকে তিন মাসের ছুটি মঞ্জুর হয় এবং আগামী ৫ জুন দেশে ফেরার কথা ছিল। ছুটিতে বাড়ি এলে তার বিয়ের প্রস্তুতির কথাও পরিবারের মধ্যে চলছিল।

নিহতের আত্মীয় সিরাজুল ইসলাম জানান, সাপ্তাহিক ছুটির দিনে আত্মীয়দের জন্য উপহার কিনতে সাইফুল সহকর্মী বাবলুর সঙ্গে একটি পণ্যবাহী ট্রাকে করে শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি উট রাস্তায় দাঁড়িয়ে থাকায় সেটির সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়।

সাইফুলের মরদেহ বর্তমানে রিয়াদের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত বাবলু মিয়াকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

সিরাজুল ইসলাম বলেন, সাইফুল বিদেশে যাওয়ার আগে এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তার অকালমৃত্যুতে এলাকার মানুষ গভীরভাবে শোকাহত।

Share





Related News

Comments are Closed