Main Menu

কানাইঘাট সীমান্তে অনুপ্রবেশকারি নারী-শিশুসহ ১৬ জন আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এদেরকে ভারতীয় সীমান্ত বাহিনি বিএসএফ ’পুশব্যাক’ করিয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৪ মে) সকাল ৮টার দিকে কানাইঘাটের আটগ্রাম সীমান্তে তাদেরকে আটক বিজিবি ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারী ও ২ জন শিশু রয়েছে।

বিজিবি সূত্র জানায়- গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। পরে আটগ্রাম সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় এই ১৬ জনকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা ভারতের অভ্যন্তরে অবৈধভাবে বসবাস করে আসছিলেন। সকালে বিএসএফ তাদেরকে পুশইন করে। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রাথমিক তদন্ত শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল আলম জানান, বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুসহ ১৬জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে, তারা বাংলাদেশ বাগেরহাট ও কুড়িগ্রাম এলাকার বাসিন্দা। পুলিশকে এ বিষয়ে জানানো হয়েছে, কিন্তু এখনো তারা বিজিবির হেফাজতে রয়েছে।

বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান- সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে ১৯ বিজিবির আওতাধীন সকল সীমান্তে টহল জোরদার করা হয়েছে। বুধবার (১৪ মে) যাদেরকে পুশ-ইন করানো হয়েছে তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed