Main Menu

সিলেটে একদিনে ২০০ মিলিমিটার বৃষ্টি, বাড়ছে নদ-নদীর পানি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাতে তুমুল বৃষ্টি হয়েছে এ অঞ্চলে।

সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে- মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার (১৪ মে) সকাল ৯টা পর্যন্ত এই ২৭ ঘণ্টায় ২০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে বাড়ছে সিলেট অঞ্চলের নদ-নদীর পানি।

বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানায়, সিলেটসহ দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে আজ ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে।

সিলেট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে- টানা বৃষ্টির ফলে এ অঞ্চলের নদ-নদীর পানি বাড়ছে। তবে এখনো বিদৎসীমা অতিক্রম করেনি।

 

Share





Related News

Comments are Closed