লোভাছড়া পাথর কোয়ারীতে চাঁদাবাজির অভিযোগ, গ্রেপ্তার ৩

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারীতে বারকি নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২) তাদেরকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জের ছাতক উপজেলার গাবুরগাঁওয়ের আব্দুল কাহারের ছেলে আব্দুল্লাহ (২২), কানাইঘাটের দুয়ারিমাটি গ্রামের মো. সাইফ (২২) ও ডাউকেরগুল গ্রামের সাবেক শ্রমিকদল নেতা তায়েফ উদ্দিন (৫৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, লোভাছড়া কোয়ারীতে পাথর পরিবহন করছিলেন শ্রমিকরা। এসময় দলবদ্ধভাবে চাদাবাজি শুরু করে একটি চক্র। পরে শ্রমিকরা পুলিশে অভিযোগ করলে পুলিশ এসে তাদের তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে এবং বাকিরা পালিয়ে যায়।
এদিকে পরিবেশ অধিদপ্তরের জব্দ করা ৪৫ লাখ ঘনফুট পাথর নিলামে নেয় পিয়াস এন্টারপ্রাইজ নামে একটি কোম্পানী। চাঁদাবাজরা নিজেদের ওই প্রতিষ্ঠানের লোক বলে দাবি করছিল বলেও জানান শ্রমিকরা।
পরে চাঁদাবাজির অভিযোগ লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সদস্য মো. আলী বাদি হয়ে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮ জনকে আসামি করা হয়।
গ্রেপ্তারকৃতরা ছাড়াও মামলার অন্যান্য আসামিরা হলেন সিলেটের জকিগঞ্জের মাসুম আহমদ ওরফে চুইস মামুন, কানাইঘাটের ইউপি সদস্য মঈনুল হক ওরফে গরু মঈনুল, জয়নাল আবেদীন, বিএনপি নেতা জাকারিয়া সিদ্দিকী ও সুনামগঞ্জের গোলাম আযম।
এ ঘটনায় সোমবার রাতে পাথর শ্রমিক ও স্থানীয় রজনৈতিক দলের নেতাকর্মীরা উপজেলার কান্দলা নয়াবাজারে মিছিল করেন এবং চাঁদাবাজদের শাস্তি দাবি করেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, ‘গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।’
Related News

সিলেটে উপদেষ্টাদের গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় দায়ের করা মামলায়Read More

সিলেটের ধোপাগুল ও জৈন্তাপুরে ৩৫টি ক্রাশার মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জ্বালানী উপদেষ্টার নির্দেশনার একদিন পরই পৃথক অভিযানে অবৈধভাবে পরিচালিত ৩৫টি পাথরRead More
Comments are Closed