Main Menu

সিলেটে আ.লীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও করগাঁও ইউনিয়ন পরিষদেরইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানাকে সিলেট নগরীতে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ৯ টায় নগরীর রিকাবীবাজার এলাকা থেকে তাকে আটক করে ছাত্র-জনতা। এরপর গনপিটুনি দিয়ে মদন মোহন কলেজ এলাকায় নিয়ে যাওয়া হয়।

পরে কতোয়ালী মডেল থানা পুলিশকে খবর দেওয়া হলে লামাবাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আলী হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, জনতার হাতে আটক ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

এ ছাড়া হবিগঞ্জের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে কি না খতিয়ে দেখা হবে।

 

Share





Related News

Comments are Closed