Main Menu

সোহরাওয়ার্দী উদ্যানে ঢাবি ছাত্রদল নেতা সাম্য খুন, আটক ৫

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে শাহরিয়ার সাম্য (২৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।

মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআর ডিপার্টমেন্টের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি এফ রহমান হলের ২২২ নম্বর রুমে থাকতেন। শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকায়। সাম্যকে এফ রহমান হল সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বলে দাবি করেছে ছাত্রদল।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, রাতে সহপাঠীরা সাম্যকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালটির জরুরি বিভাগে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য মঙ্গলবার রাতে মোটরসাইকেল চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চের পাশ দিয়ে যাওয়ার সময় বহিরাগত বাইকারের সঙ্গে ধাক্কা লাগে। এরপর কথা কাটাকাটি ও ধস্তাধস্তির একপর্যায়ে সাম্যকে ধারালো অস্ত্র দিয়ে ডান রানে আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিসৎক সাম্যকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর বলেন, একটি হত্যার ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় ক্যম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে রাত ২টার দিকে গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের (ডিবি) ডেপুটি কমিশনার (ডিসি) নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ছাত্ররা রাতেই ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদের বাসভবনের সামনে জড়ো হয়ে ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন।

Share





Related News

Comments are Closed