ছাতকে গণহত্যা দিবস উপলক্ষে প্রশাসনের আলোচনা সভা

ছাতক প্রতিনিধি: গণহত্যা দিবস উপলক্ষে গত ২৫ শে মার্চ ছাতক উপজেলা প্রশাসনের উৎ্দ্যোগে সকালে শহীদদের স্মরণে শিখা সতেরো স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ করা হয়েছে।
ছাতক গোবিন্দগঞ্জ সড়কের মাধবপুর শিখা সতেরো স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ করেছেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তরিকুল ইসলাম ও সহকারি কমিশনার (ভুমি) মো.আবু নাছির।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, ছাতক থানা পুলিশ ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ করেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি)মো. আবু নাছির, উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষিবিদ তৌফিক হোসেন খান, উপজেলা সমবায় কর্মকর্তা শাহ শফিউর রহমান,ছাতক থানার অফিসার্স ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তর ও ব্যাংক-বীমার কর্মকর্তাকর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।
Related News

শাল্লায় বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় বজ্রপাতে রিমন তালুকদার নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৮Read More

ছাতকে বাগদাদ বেকারী কারখানাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ছাতক প্রতিনিধি: কাপড়ে ব্যবহৃত রং খাবারে ব্যবহার করা হচ্ছে এবং অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে বেকারি পণ্যRead More
Comments are Closed