ছাতকে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এলাকাবাসী বিক্ষোভ করে অভিযুক্তের বাড়ি ঘর ভাংচুর করেছে।
শুক্রবার (১৪ মার্চ) সকালে উপজেলার ভাতগাও ইউনিয়নের জহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি স্থানীয়রা জানতে পেরে রাতে অভিযুক্ত সাবুল মিয়ার (৩৫) বাড়ি ঘর ভাঙচুর করে। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ অভিযুক্ত সাবুল কে আটক করে।
ছাতক থানা পুলিশ জানায়, শুক্রবার সকালে জহিরপুর গ্রামের ঐ ছাত্রী মাদ্রাসায় যাওয়ার পর ঐ ভবনের দ্বিতীয় তলায় নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় সাবুল মিয়া। এসময় মেয়েটির চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসলে পালিয়ে যায় ঐ যুবক।
পরে পরিবারের সদস্যরা মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক, গ্রামবাসীকে ঘটনাটি জানানোর পর তারাবির নামাজের পর ওই ঘটনায় গ্রামে সালিস বৈঠক ডাকা হয়। রাত সাড়ে ৯টা থেকে দশটার ভেতর সালিসে কয়েক শতাধিক লোকজন উপস্থিত হন। ঘটনা শুনে সালিসে উপস্থিত থাকা লোকজন উক্তেজিত হয়ে অভিযুক্ত’র বাড়িতে গিয়ে বসতবাড়িতে ভাংচুর চালায়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ভুক্তভোগীর পরিবারকে লিখিত অভিযোগ দায়েরের জন্য থানায় পাঠানো হয়।
ছাতক থানার এস আই কামাল মিয়া জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এই ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ছাতক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোখলেছুর আকন্দ জানান, অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটক সাবুল মিয়াকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
Related News

শাল্লায় বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় বজ্রপাতে রিমন তালুকদার নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৮Read More

ছাতকে বাগদাদ বেকারী কারখানাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ছাতক প্রতিনিধি: কাপড়ে ব্যবহৃত রং খাবারে ব্যবহার করা হচ্ছে এবং অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে বেকারি পণ্যRead More
Comments are Closed