Main Menu

ছাতকে সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

ছাতক প্রতি‌নি‌ধি: ছাতক উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রঞ্জন কুমার দাস (৫০)কে পু‌লিশ বি‌শেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার ক‌রে‌ছে পুলিশ।

বৃহস্প‌তিবার বিকা‌লে উপ‌জেলার পৌরশহ‌রের লাফাজ সুরমা ঘাট এলাকায় তার বা‌সা থে‌কে পু‌লিশ তা‌কে গ্রেপ্তার করে। তিনি উপ‌জেলার সদর ইউপির বাউসা গ্রা‌মের মতিলাল দাসের পুত্র।

ছাতক থানার মামলা নং-১৫, তাং-১০/০২/২০২৫খ্রি, ধারা-The Special Powers Act, 1974 Section 15(3)/25D এর সন্দিগ্ধ আসামী হ‌লেন রঞ্জন কুমার দাস (৫০)।

ছাতক থানার ও‌সি মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ এ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রেছেন।

Share





Related News

Comments are Closed