সিলেটে রায়হান ও সাংবাদিক তুরাব হত্যার বিচার দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আওয়ামী ফ্যাসিস্ট আমলে বহুল আলোচিত পুলিশ ফাঁড়িতে নিহত রায়হান ও সাংবাদিক তুরাব হত্যাকারী পুলিশসহ সারাদেশে অপকর্মের সাথে জড়িত সকল পুলিশের বিচারের দাবিতে লন্ডেনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারী) স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে লন্ডন মহানগর শাখার উদ্যোগে বেথনালগ্রিন কফি কর্ণার হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের হাতে নির্মমভাবে নিহত রায়হান ও সিলেটের কোর্ট পয়েন্টে পুলিশের গুলীতে নিহত শহীদ সাংবাদিক তুরাবসহ বাংলাদেশের গণতন্ত্র মুক্তির জন্য সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন মোনাজাত করা হয়।
নিরাপদ বাংলাদেশ চাই ইউকে লন্ডন মহানগর শাখার সহ-সভাপতি রফিক আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি ওলি উল্লাহ নোমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ বাংলাদেশ চাই ইউকের কেন্দ্রীয় সভাপতি মুসলিম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল তাহমিদ হোসেন খান, কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি রায়হান আহমেদ, ইষ্ট লন্ডন শাখার সভাপতি আবদুল হামিদ শিমুল। ভিকটিম পরিবারের সদস্য নিহত রায়হানের বোনের দুলাভাই মফজ্জিল আলী, রায়হানের খালাতো ভাই সংগঠনের লন্ডন মহানগর শাখার ইভেন্ট মেনেজম্যান্ট সম্পাদক আশরাফুল ইসলাম নোবেল, কেন্দ্রীয় সহ-সেক্রেটারী তাজুল ইসলাম, জামাল উদ্দিন আহমেদ ও ছাবের আহমদ।
মানবাধিকার কর্মী আব্দুল হান্নানের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মো: আলম আহমদ, ইষ্ট লন্ডন শাখার সাংগঠনিক সম্পাদক রাহিদ আলী, মানবাধিকার কর্মী মাহিম আহমেদ, আমিরুল মোমিন রেজা, মাওলানা মামুনুর রশীদ, মোঃ শাহজালাল চৌধুরী, রেজাউল করিম রাব্বি, রানু মিয়া, মোহাম্মদ মাজেদ হোসেন, মাহফুজুর রহমান খান ও কয়েছ আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন-রাখেন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে ইষ্ট লন্ডন শাখার সেক্রেটারি রাবেল আহমদ, কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মিনহাজ উদদীন খান, মোঃ আমিনুর রহমান, সহ-প্রচার সম্পাদক মো: ছাবিদ মিয়া, মোঃ শাহাব উদ্দিন, আমিনুল ইহসান শাকিল, মোঃ সিরাতুল ইসলাম আবির, শাহ মোহাম্মদ সাহিদুর রহমান, সাজিদুর রহমান সোহান, জাকওয়ান আহমদ, নাইমুর রহমান, আব্দুল হামিদ, রানু মিয়া, কামরান হুসাইন, ফারিয়া আক্তার সুমি, আব্দুল বাছিত রাজু, হাবিবুর রহমান, সানজিদা ইসলাম তমা, আশরাফুল আলম শামিম, মাহদী হাসান, আলিম উদ্দিন, নাইমুর রহমান, মুবিন তরফদার মিজান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ওলি উল্লাহ নোমান বলেন, আওয়ামীলীগ সরকারের সময় দেশে যত হত্যাকান্ড ঘটেছে এর বিচার হতে হবে। শাপলা চত্বরের হত্যা, আল্লামা সাঈদীর রায়ের সময় হত্যা, জুলাইয়ে ছাত্র-জনতা হত্যা সহ সকল হত্যার বিচার দাবি করেন। বিশেষ করে সিলেটের আলোচিত রায়হান হত্যার বিচার বিলম্ব না করে অতিদ্রুত এর বিচার করতে হবে। সাংবাদিক সাগর-রুনি দম্পতি, সিলেটের সাংবাদিক তুরাব হত্যাসহ সকল বিচার দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করতে সবাইকে স্বোচ্ছার হতে হবে। বিজ্ঞপ্তি
Related News

যুক্তরাষ্ট্র থেকে ৫ বাংলাদেশিকে দেশে ফেরত
বৈশাখী নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসননীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি নাগরিকদেরRead More

সৌদিতে ভবন থেকে পড়ে কোম্পানীগঞ্জের যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রিয়াদের হারাত শহরে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মো. নজরুল ইসলাম (২৪)Read More
Comments are Closed