পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, দুর্ভোগে নিন্ম আয়ের মানুষ

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে আবারও শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। পঞ্চগড়ে গত কয়েকদিন ধরেই তীব্র শীত অনুভ‚ত হচ্ছে।জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দু’দিন ধরে সূর্যের দেখা নেই।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিলো ১০০ শতাংশ এবং গতিবেগ ছিলো ১২-১৩ কিলোমিটার।
আবহাওয়া অফিসের তথ্যমতে, ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। সে হিসেবে এ এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
এর আগে, শুক্রবার একই সময়ে এখানে তাপমাত্রা রেকর্ড হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ১৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, দিনের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধান ছিলো মাত্র ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে টানা কয়েকদিনের কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাত বাড়তে থাকলে বাড়ে শীতের দাপট। সকাল অবধি ঘর কুয়াশায় আচ্ছন্ন থাকে পথঘাট। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীত বেশি অনুভ‚ত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেলের পর থেকে ফের বাড়ছে শীত।কনকনে শীতে দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। সময়মত কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা। বিপাকে যানবাহন চালকরাও। তাদেরকে সকালের দিকেও হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “আকাশের উপরিভাগে মেঘ এবং ঘন কুয়াশার কারণে শীত বেশি অনুভ‚ত হচ্ছে। জানুয়ারি মাস জুড়ে এমনই থাকবে শীত।”
Related News

বাঁচানো গেল না মাগুরার সেই শিশুটিকে
বৈশাখী নিউজ ডেস্ক: মাগুরার সেই শিশুটিকে আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে মৃত ঘোষণা করা হয়েছে।Read More

ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের তবকপুর ইউনিয়নের নিরাশির পাতার এলাকায় ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহতRead More
Comments are Closed