সিলেট সীমান্তে ৪৭ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের কয়েকটি এলাকা থেকে ৪৭ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টহল দল বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি জানায়, ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ, পাথর কোয়ারি, বিছনাকান্দি, সোনারহাট, কালাইরাগ, সংগ্রাম ও শ্রীপুর বিওপি’র জোয়ানরা অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভরতীয় চিনি, গরু, সাবান, চকলেট ও মাদকদ্রব্য এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করে। এছাড়া অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাও জব্দ করে বিজিবি।
জব্দকৃত চোরাই পশু ও মালামালের মূল্য ৪৭ লাখ ৭০ হাজার ৭ শ টাকা।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান- সীমান্ত সুরক্ষা ও চোরাচালন রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।
Related News

গোয়াইনঘাটে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ষড়যন্ত্রমূলক মামলায় জৈন্তাপুর উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজেরRead More

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ফ্রি চক্ষু মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ফ্রি চক্ষু মেডিক্যাল ক্যাম্প গত ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবারRead More
Comments are Closed