Main Menu

বইমেলার নামে আওয়ামী দোসরদের সাংস্কৃতিক বিপ্লবের অপচেষ্টা রুখে দিতে হবে

বৈশাখী নিউজ ডেস্ক: ৭ই ফেব্রুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি সিলেট শহীদ মিনারে সিলেট একুশে বইমেলার নামে আওয়ামী পদলেহনকারীদের সাংস্কৃতিক বিপ্লবের অপচেষ্টা বন্ধের দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখে মানববন্ধন করেছে সিলেটের সচেতন ছাত্র-জনতা।

বৃহস্পতিবার বিকেল ৪টায় এই মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

সমাজকর্মী হাসান আহমদ সানির পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী নাহিদ আহমদ তালুকদার, প্রতয় সমাজ কল্যাণ সংঘ সাধারণ সম্পাদকে ইয়াসিন মান্না, ছাত্রনেতা ফাহিমুর রহমান ফাহিম, ইমরান চৌধুরী প্রমুখ।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করেছি পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট রেজিমের উচ্ছিষ্টভোগী দোসরচক্র ভাষার মাসে আমাদের প্রাণের শহীদ মিনারে বইমেলার নামে পুন:উত্থানের চেষ্টায় লিপ্ত। ৭ই ফেব্রুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি প্রকাশক পরিষদের ব্যানার ব্যবহার করে পলাতক হাসিনা সরকারের পালিত সাহিত্য সন্ত্রাসী চক্র সিলেট একুশে বইমেলা নামকরণ করে সাংস্কৃতিক বিপ্লবের তৎপরতা চালাচ্ছে বলে আমরা মনে করি। যে সিলেট শহরে তুরাব-রুদ্ররা প্রাণ বিলিয়ে দিয়েছে সেই পুন্যভুমিতে আমরা আওয়ামীলীগের সুবিধাভোগীদের বরদাসত করতে পারিনা।

আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানাচ্ছি অনতিবিলম্বে সিলেটের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই আওয়ামী জাহেলিয়াতের পদলেহনকারীদের সকল অপেচেষ্টা বন্ধে যথাযথ পদক্ষেপ নিতে, অন্যথায় আমরা সচেতন ছাত্র-জনতা সিলেটবাসীকে সাথে নিয়ে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে এবং আমরা যেকোনো মুল্যে সিলেট নগরী থেকে আবু সাইদ-ওয়াসিম-মুগ্ধ-তুরবাদের খুনি আওয়ামিলীগ এবং তাদের দোসরদের শিকড় উপড়ে ফেলবো।

Share





Related News

Comments are Closed