নিজ বাড়িতে ছুরি হামলার শিকার সাইফ আলী খান

বিনোদন ডেস্ক: ভারতের মুম্বাইয়ে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন অভিনেতা সাইফ আলী খান।
বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
বর্তমানে এ অভিনেতা মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। খবর এনডিটিভি।
বান্দ্রা থানায় ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ জানায়, সাইফ আলী খান তার স্ত্রী কারিনা কাপুর, ছেলে তৈমুর ও জেহের সঙ্গে ঘুমাচ্ছিলেন, এমন সময় দুষ্কৃতকারী তার বাড়িতে ঢুকে পড়ে। এ সময় সাইফ আলী খান ও ওই দুষ্কৃতকারীর মধ্যে তার ধস্তাধস্তি হয়। পরে ওই ব্যক্তি সাইফ আলী খানকে একাধিক ছুরিকাঘাত করেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়। প্রাথমিকভাবে স্ত্রী কারিনা ও তার দুই ছেলে নিরাপদ রয়েছে বলে জানা গেছে।
সাইফ আলী খান সপরিবারে নতুন বছর উদযাপন করতে সুইজারল্যান্ডে ছিলেন। তারা গত সপ্তাহে মুম্বাই ফিরে এসেছেন।
তিনি সর্বশেষ ‘দেবারা পার্ট ১’ সিনেমায় জুনিয়র এনটিআর, জানভি কাপুর, প্রকাশ রাজ, শ্রীকান্ত মেকা, টম শাইন চাকো ও নারায়ণের সঙ্গে অভিনয় করেছেন। সিনেমাটি তেলেগু, তামিল, মালায়ালাম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে।
Related News

শাওন ও সাবাকে ছেড়ে দিয়েছে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে গোয়েন্দাRead More

অভিনেত্রী সোহানা সাবা ডিবি হেফাজতে
বৈশাখী নিউজ ডেস্ক: অভিনেত্রী সোহানা সাবাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়েRead More
Comments are Closed