কসবায় ৫০ কেজি গাজাসহ মাদককারবারী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন গোপীনাথপুর এলাকা থেকে এসব মাদক জব্দ করে র্যাব।
আটক মো. জাহাংগীর আলম (৩৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার আখাউড়া মসজিদ পাড়া এলাকার মৃত মো. সোনা মিয়ার ছেলে।
র্যাব-৯ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন গোপীনাথপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৫০.১ কেজি গাঁজাসহ জাহাংগীর আলমকে আটক করে র্যাব-৯। এ সময় তার সাথে থাকা একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর মাধ্যমে ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Related News

ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন সিঙ্গারবিল বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ বোতলRead More

চাঁদপুরে কাভার্ডভ্যানের চাপায় ইতালি প্রবাসী দুই ভাই নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: রোজা ও ঈদের ছুটিতে বেড়াতে এসে চাঁদপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী ইতালিRead More
Comments are Closed