লিথুয়ানিয়ায় উচ্চশিক্ষা: ভর্তি, ভিসা, অধ্যয়ন খরচ ও স্কলারশিপসহ নানাবিধ
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে উচ্চশিক্ষার সঙ্গে শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধির পাশাপাশি জীবনযাত্রার মানোন্নয়নও ওতপ্রোতভাবে জড়িত। পড়াশোনার উদ্দেশ্যে এই দীর্ঘ যাত্রায় সঞ্চিত হয় অমূল্য অভিজ্ঞতা, যেখানে একজন শিক্ষার্থীর সার্বিকভাবেই উন্নয়ন সাধিত হয়। বিশেষত নতুন শিক্ষাব্যবস্থা এবং বহুজাতি সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়াটা এক বিরাট অর্জন। সেই সঙ্গে স্থানীয় নীতিমালা ও আর্থিক দিকগুলো ভারসাম্য দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীর স্বনির্ভরতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়। এই সমুদয় প্রচেষ্টাকে আরও সহজ করে তোলে সেই অর্থনৈতিক দিক থেকে দেশটির সাশ্রয়ী অবস্থান। এই বিবেচনায় ইউরোপের দেশগুলোর মধ্যে অনেকটা এগিয়ে লিথুয়ানিয়া। জীবনধারণ ও শিক্ষাসেবা খরচ কম হলেও তাতে মানের কোনো ঘাটতি নেই। চলুন, লিথুয়ানিয়ায় উচ্চশিক্ষা লাভের প্রয়োজনীয় খরচ, ভর্তি, ভিসা, অধ্যয়ন খরচ ও স্কলারশিপসহ নানা দিকগুলো সম্বন্ধে ধারণা নেওয়া যাক।
লিথুয়ানিয়ায় কেন পড়তে যাবেন
শিক্ষাক্ষেত্রে ইইউয়ের (ইউরোপীয়ান ইউনিয়ন) সদস্য রাষ্ট্র লিথুয়ানিয়ার মূল আকর্ষণ হলো দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর বিশ্বমানের শিক্ষাসেবা। এগুলোতে ইংরেজিতে পড়াশোনা করা প্রোগ্রামের সংখ্যা ৩৫০ টিরও বেশি, যার সবগুলোই ইউরোপসহ গোটা বিশ্বে স্বীকৃত।
সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ভিল্নিয়াস ইউনিভার্সিটি, কিউএস ওয়ার্ল্ড র্যাংকিং-এ যার অবস্থান ৪৭৩। এডি সায়েন্টিফিক ইন্ডেক্স বিশ্ববিদ্যালয়টিকে গোটা ইউরোপে ৪৮৪ এবং বিশ্বব্যাপী ১ হাজার ২১৭-তম অবস্থানে রেখেছে।
এছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে অধ্যয়নের উদ্দেশ্যে লিথুয়ানিয়া গমনের হার ৭১ দশমিক ৯১ শতাংশ। পরিসংখ্যানটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিকট লিথুয়ানিয়ার ক্রমশ গ্রহণযোগ্যতা বৃদ্ধির প্রতি ইঙ্গিত দিচ্ছে।
উপরন্তু, দেশটির সমৃদ্ধ চাকরির বাজারের একটি বিরাট অংশ হচ্ছে তরুণ এবং সদ্য স্নাতক পাশ করা শিক্ষার্থী। এরা শিক্ষা, ক্যাটারিং, স্বাস্থ্যসেবা এবং সামাজিক পরিষেবার মতো সেক্টরগুলোতে সৃজনশীল ভূমিকা রাখার সুযোগ পাচ্ছে। এতে করে দেশটি শুধুমাত্র অধ্যয়নের জন্যই নয়, বরং একটি পূর্ণাঙ্গ কর্মজীবন গড়ার জন্যও আদর্শ গন্তব্যে পরিণত হচ্ছে।
লিথুয়ানিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এবং জনপ্রিয় কোর্সগুলো
ইউরোপ জুড়ে স্বনামধন্য লিথুয়ানিয়ার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান:
• ভিলনিয়স ইউনিভার্সিটি
• কওনাস ইউনিভার্সিটি অফ টেকনোলজি
• ভিল্নিয়স গ্যাডিমিনাস টেকনিক্যাল ইউনিভার্সিটি
• ভিতওতাস ম্যাগ্নাস ইউনিভার্সিটি
• মিকলাস রমেরিস ইউনিভার্সিটি
• লিথুয়ানিয়ান ইউনিভার্সিটি অফ হেল্থ সায়েন্সেস
বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নের জন্য জনপ্রিয় কয়েকটি বিষয়:
• মেডিসিন
• অ্যাকাউন্টিং এবং অডিট
• ফ্যাশন ইঞ্জিনিয়ারিং
• স্থাপত্য
• ব্যবসা এবং জনপ্রশাসন
• আইন
• পারফর্মিং আর্টস
• প্রকৌশল বিজ্ঞান
লিথুয়ানিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন পদ্ধতি
বিদেশি ছাত্রছাত্রীরা প্রধানত দুটি ইন্টেকে এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন করতে পারে। প্রথম ও অ্যাডমিশন পিক টাইম হলো সেপ্টেম্বর মাস যেটি অটাম ইন্টেক হিসেবে পরিচিত। জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মৌসুমে ভর্তি কম হলেও অনেক শিক্ষার্থীদের জন্যই সময়টি অটামের উপযুক্ত বিকল্প হিসেবে কাজ করে। আবেদনের সময়সীমা এবং প্রয়োজনীয় বিষয়গুলো স্বতন্ত্রভাবে বিশ্ববিদ্যালয়গুলোর উপর নির্ভরশীল। প্রতিটি প্রতিষ্ঠান নিজস্ব পদ্ধতিতে ভর্তির আবেদনগুলো যাচাই করে, যা সম্পন্ন করতে এক মাস বা তার বেশি সময় লেগে যেতে পারে।
প্রয়োজনীয় নথিপত্র
• ইউনির্ভাসিটির নিজস্ব ওয়েবসাইটে পূরণকৃত আবেদন
• শিক্ষাগত যোগ্যতার সনদ (মার্কশীট সহ): লিথুয়ানিয়ান সেন্টার ফর কোয়ালিটি অ্যাসেস্মেন্ট ইন হায়ার এডুকেশন কর্তৃক স্বীকৃত হতে হবে
• কারিকুলাম ভিটা
• উচ্চশিক্ষার জন্য লিথুয়ানিয়াকে বেছে নেওয়ার কারণ উল্লেখপূর্বক কয়েক কপি মোটিভেশনাল লেটার
• বৈধ পাসপোর্ট
• সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি
• আবেদন ও অধ্যয়ন ফি পরিশোধের রশিদ
• জীবনযাত্রার খরচ বহন করার জন্য পর্যাপ্ত তহবিলের প্রমাণ স্বরূপ ব্যাংক স্টেটমেন্ট
• ইংরেজি দক্ষতার শংসাপত্র: ন্যূনতম আইইএলটিএস স্কোর ৬ দশমিক ৫ বা টোফেল স্কোর ৮১
লিথুয়ানিয়ার স্টুডেন্ট ভিসার জন্য আবেদন পদ্ধতি
পড়াশোনার জন্য এই ইউরোপীয়ান দেশটিতে যাওয়ার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের ন্যাশনাল ডি-টাইপ ভিসার আবেদন করতে হবে। সাধারণত ১৫ দিনের মধ্যে জারি করা এই ভিসায় কমপক্ষে ৯১ দিন থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত লিথুয়ানিয়ায় থাকার অনুমতি পাওয়া যায়। এর জন্য লিথুয়ানিয়ান মাইগ্রেশন ইনফরমেশন সিস্টেম (এমআইজিআরআইএস) এর মাধ্যমে আবেদন করতে হয়।
১ বছরেরও দীর্ঘ সময় অধ্যয়নের জন্য শিক্ষার্থীদেরকে দেশটিতে পৌঁছে অস্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করতে হয়। এই পারমিট দেশটির মাইগ্রেশন ডিপার্টমেন্ট থেকে জারি করা হয়।
ন্যাশনাল ভিসা ফি ১৪০ ইউরো, যা প্রায় ১৮ হাজার ৪০ টাকার (১ ইউরো = ১২৮ দশমিক ৮৬ বাংলাদেশি টাকা) সমান।
বাংলাদেশের লিথুয়ানিয়া কনস্যুলেটে সাধারণত কোনো ধরণের ভিসা কার্যক্রম পরিচালনা করা হয় না। এর জন্য প্রার্থীদের সাধারণত ভারতে যেতে হয়। এছাড়াও বিকল্পভাবে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকেও লিথুয়ানিয়ার ভিসা করা যায়।
ভিসার আবেদনের জন্য জরুরি কাগজপত্র
– বিগত ছয় মাসের মধ্যে সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা ৩৫/৪৫ মিলিমিটার সাইজের দুটি রঙিন ছবি
– গত ১০ বছরের মধ্যে ইস্যু করা বৈধ পাসপোর্ট: যেখানে কমপক্ষে দুটি খালি পৃষ্ঠা থাকবে এবং লিথুয়ানিয়ায় পৌঁছার তারিখের পরে ন্যূনতম ৩ মাসের মেয়াদ থাকবে
– লিথুয়ানিয়ায় গমনের কারণ (হোটেল বুকিং ও ভ্রমণসূচীর তথ্য সহ) দর্শানো স্বাপেক্ষে প্রয়োজনীয় নথি অথবা এমআইজিআরআইএস আমন্ত্রণ পত্র
– ভ্রমণ চিকিৎসা বীমা: দেশটিতে পুরো অবস্থানকালের জন্য কমপক্ষে ৩০ হাজার ইউরোর (প্রায় ৩৮ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা)।
– ফ্লাইট বুকিং-এর তথ্যাবলি
– লিথুয়ানিয়ায় বাসস্থানের প্রমাণ (হোটেল রিজার্ভেশন, হলিডে হোম ভাড়া, ক্যাম্পাস হাউজিং, বা স্পন্সরশিপসহ ব্যক্তিগত আবাসন)
– লিথুয়ানিয়ায় যাওয়ার উদ্দেশ্য এবং বিশদ ভ্রমণ পরিকল্পনাসহ আবেদনকারীর সই করা একটি কভার লেটার
– আর্থিক স্বচ্ছলতার প্রমাণস্বরূপ বিভিন্ন শর্তে প্রাসঙ্গিক কাগজপত্র দাখিল করতে হবে। যেমন-
– বিগত ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক দ্বারা স্ট্যাম্প করা, এবং স্পন্সর বা আবেদনকারীর কর্তৃক সই করা বিগত টানা ৩ কর মূল্যায়ন বছরের আয়কর রিটার্নের প্রমাণ
– চাকরিজীবী হলে, ইম্প্লয়মেন্ট কন্ট্রাক্ট, গত তিন মাসের বেতন স্লিপ, এবং নিয়োগকর্তার কাছ থেকে আবেদনকারীর ছুটির জন্য লিখিত অনুমোদন
– স্ব-নিযুক্ত হলে, কোম্পানির নিবন্ধন শংসাপত্র এবং জিএসটি নিবন্ধন নম্বর
– এমআইজিআরআইএস আমন্ত্রণ পত্রে বর্ণিত স্পন্সরশিপ এবং ব্যক্তিগত বাসস্থান নিশ্চিতকারী নথিপত্র
লিথুয়ানিয়ার অধ্যয়ন ও জীবনযাত্রার সম্ভাব্য খরচ
· ইইউয়ের এই সদস্য দেশটিতে অধ্যয়ন ফি বিশ্ববিদ্যালয়, নির্দিষ্ট বিষয় এবং পাঠ্যক্রমের স্তরের উপর ভিত্তি করে পরিবর্তিত হয়। এর জন্য বিদেশি ছাত্রছাত্রীদের প্রতি বছর গড়ে যে পরিমাণ বাজেট রাখতে হবে তা হলো:
· স্নাতকের জন্য সাধারণত ৫ হাজার ২০০ থেকে ১৭ হাজার ৩০০ লিতাস পর্যন্ত, যা প্রায় ১ লাখ ৯৩ হাজার ৩৭ থেকে ৬ লাখ ৪২ হাজার ২১৮ টাকা (লিথুয়ানিয়ান লিতাস ১ = ৩৭ দশমিক ১২ বাংলাদেশি টাকা)
· মাস্টার্স প্রোগ্রামের জন্য ৭ হাজার থেকে ২৭ হাজার ৭০০ লিতাস (২ লাখ ৫৯ হাজার ৮৫৭ থেকে ১ লাখ ২৮ হাজার ১৩০ টাকা)
· পিএইচডি অধ্যয়নের জন্য সর্বোচ্চ ২৯ হাজার লিতাস বা প্রায় ১ লাখ ৭৬ হাজার ৩৮১ টাকা
· জীবনযাত্রার নিত্য প্রয়োজনীয় খরচগুলো বিভিন্ন শহরে বিভিন্ন রকম হয়।
· লিপস্কলারের মতে, লিথুয়ানিয়ার বিভিন্ন শহরে বসবাসের মাসিক খরচ গড়ে ১ হাজার ৭২৬ থেকে ২ হাজার ৭৬২ লিতাস (প্রায় ৬৪ হাজার ৬৩ থেকে ১ লাখ ২ হাজার ৫১৬ টাকা)। এর মধ্যে বাসস্থানসহ খাদ্য, পরিবহন এবং অন্যান্য মৌলিক খরচ অন্তর্ভূক্ত। প্রতিটি খাতে সম্ভাব্য বাজেট পৃথকভাবে নিম্নে দেওয়া হলো:
· আবাসন: ৮৬৩ থেকে ১ হাজার ২০৮ লিতাস (৩২ হাজার ৩২ থেকে ৪৪ হাজার ৮৩৩ টাকা)
· ইউটিলিটি (বিদ্যুৎ, গ্যাস, পানি) বিল: ৩৪৫ থেকে ৫১৮ লিতাস পর্যন্ত (১২ হাজার ৮০৪ থেকে ১৯ হাজার ২২৫ টাকা)
· ইন্টারনেট বিল: ৬৯ থেকে ১০৪ লিতাস (২ হাজার ৫৬১ থেকে ৩ হাজার ৮৬০ টাকা)
· পরিবহন (শহরের ভেতরে যাতায়াত): সাধারণত ১০৪ থেকে ১৩৮ লিতাস (৩ হাজার ৮৬০ থেকে ৫ হাজার ১২২ টাকা)
· তিন বেলা সাধারণ আহার: ৬৯১ থেকে ১ হাজার ৩৬ লিতাস (২৫ হাজার ৬৪৫ থেকে ৩৮ হাজার ৪৪৮ টাকা)
লিথুয়ানিয়ায় স্কলারশিপের সুবিধা
ফুল-টাইম মাস্টার্স অধ্যয়নের জন্য লিথুয়ানিয়ান স্টেট স্কলারশিপ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি চমৎকার সুযোগ। এই বৃত্তি শিক্ষার্থীদের উপর আর্থিক বোঝা কমিয়ে সম্পূর্ণ টিউশন ফি কভারেজ প্রদান করে। উপরন্তু, বৃত্তি-প্রার্থীরা জীবনযাত্রার খরচের জন্য প্রতি মাসে ৮২৫ ইউরো (১ লাখ ৬ হাজার ৩১০ টাকা) পান। এই আর্থিক সহায়তার মধ্যে রয়েছে স্বাস্থ্য বীমা কভারেজ এবং ফ্লাইট টিকিটের খরচও অন্তর্ভূক্ত।
ইরাস্মাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রামটি অন্যান্য ইউরোপীয়ান দেশগুলোর মতো লিথুয়ানিয়াকেও বিদেশি শিক্ষার্থীদের নাগালের মধ্যে এনে দেয়। ইউরোপের জনপ্রিয় এই স্কলারশিপ প্রোগ্রামে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা টিউশন ফি, লাইব্রেরি, ল্যাবরেটরি খরচ এবং স্বাস্থ্য বীমাসহ বিভিন্ন খাতে আর্থিক সহায়তা পেয়ে থাকে। এছাড়া এই প্রোগ্রামের আওতায় রয়েছে মাসিক নির্বাহ ভাতা। ফ্লাইট এবং দেশটিতে পৌঁছার পর প্রাথমিক সেটেলমেন্টের প্রয়োজনীয় খরচ থাকায় ছাত্রছাত্রীরা সহজেই নিজেদের ব্যবস্থা করে নিতে পারে।
জাতীয় এবং আন্তর্জাতিক বৃত্তি ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোরও রয়েছে তাদের নিজস্ব স্কলারশিপ ব্যবস্থা। যেমন, ভিল্নিয়স বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি সেমিস্টারের টিউশন ফি ছাড় দেয়। একইভাবে, ভিতওতাস ম্যাগ্নাস ইউনিভার্সিটি ডক্টরেট, স্নাতকোত্তর, এবং স্নাতক পর্যায়ের ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ বহন করে।
লিথুয়ানিয়ায় পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরির সুযোগ
ইউরোপের বাইরের শিক্ষার্থীরা এখানে অধ্যয়নকালীন প্রতি সপ্তাহে ২০ ঘন্টা পর্যন্ত কাজ করার অনুমতি পেয়ে থাকে। তবে পিএইচডির শিক্ষার্থীদেরকে ফুল-টাইম জব করার সুযোগ দেওয়া হয়। প্রকৃতপক্ষে যাদের অস্থায়ী বসবাসের অনুমতি রয়েছে, তারা অতিরিক্ত ওয়ার্ক পারমিট ছাড়াই জব করতে পারে। এমনকি স্নাতক শেষ করার পরেও তাদের অতিরিক্ত তিন মাস পর্যন্ত ফুলটাইম কাজ করার অনুমতি রয়েছে।
লিপস্কলার অনুসারে, ঘন্টাপ্রতি পারিশ্রমিকসহ বিভিন্ন শহরের শীর্ষস্থানীয় জবগুলোর তালিকা নিম্নরূপ:
· ইংরেজি ভাষার শিক্ষক: ৪০ থেকে ৬০ লিতাস (১ হাজার ৪৮৪ থেকে ২ হাজার ২২৭ টাকা)
· আইটি সাপোর্ট স্পেশালিস্ট: ৩৬ থেকে ৫৬ লিতাস (১ হাজার ৩৩৬ থেকে ২ হাজার ৭৮ টাকা)
· ট্যুর গাইড: ৩২ থেকে ৪৮ লিতাস (১ হাজার ১৮৮ থেকে ১ হাজার ৭৮১ টাকা)
· কাস্টমার রিপ্রেজেন্টেটিভ: ২৮ থেকে ৪৪ লিতাস (১ হাজার ৩৯ থেকে ১ হাজার ৬৩৩ টাকা)
· হোটেল রিসেপ্শনিস্ট: ২৪ থেকে ৩৬ লিতাস (৮৯১ থেকে ১ হাজার ৩৩৬ টাকা)
· খুচরা বিক্রয় সহকারী: ২০ থেকে ৩২ লিতাস (৭৪২ থেকে ১ হাজার ১৮৮ টাকা)
· রেস্টুরেন্টের ওয়েটার: ২০ থেকে ৩২ লিতাস (৭৪২ থেকে ১ হাজার ১৮৮ টাকা)
পরিশিষ্ট
লিথুয়ানিয়ায় উচ্চশিক্ষা যথেষ্ট সাশ্রয়ী হওয়ায় তা উন্নয়নশীল দেশের ছাত্রছাত্রীদের উন্নত মানের শিক্ষা অর্জনের আকর্ষণীয় উপায়। এমনকি পরবর্তীতে পেশাগত জীবনে সমৃদ্ধিতেও এটি একটি সুবর্ণ সুযোগ। এর লক্ষ্যে সর্বপ্রথম পদক্ষেপ হলো ইংরেজি ভাষা দক্ষতার মাধ্যমে দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করা। অতঃপর ঝামেলাবিহীনভাবে স্টুডেন্ট ভিসা পেতে এর কাগজপত্র প্রস্তুতকরণের ক্ষেত্রে স্পষ্টতা এবং নিয়মানুবর্তিতা বজায় রাখতে হবে। সর্বপরি, স্কলারশিপ অর্জন এবং খণ্ডকালীন চাকরি যোগাড় করা গেলে আর্থিক চাপমুক্ত থেকে অধ্যয়নে পূর্ণ মনোনিবেশ করা যাবে।- সূত্র: ইউএনবি
Related News
সিলেটে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর স্প্রিং ২০২৫ সালের তিন দিনব্যাপী ভর্তি মেলা ৩Read More
আইইএলটিএস ছাড়া পড়া যাবে সুইডেনের ১০ বিশ্ববিদ্যালয়ে
বৈশাখী নিউজ ডেস্ক: ইউরোপের অন্যতম দেশ সুইডেন উচ্চশিক্ষার পদ্ধতি ও সুযোগের জন্য পরিচিত। বিশ্বখ্যাত অনেকRead More
Comments are Closed