বন্ধুকে এয়ারপোর্টে বিদায় দিয়ে ঘরে ফেরা হলো না তিন বন্ধুর
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের সুত্রাপুরে প্রাইভেট কার ও বাসের সংঘর্ষে তিন বন্ধু মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১জন।
রোববার (১০ নভেম্বর) সকাল ৯টায় নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
এর আগে, শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় কালিয়াকৈরের সুত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন, মুসলেম উদ্দিন, নাসির উদ্দিন ও জুয়েল মিয়া।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, টাঙ্গাইলের সখিপুর উপজেলার আন্ধির এলাকার মো. মামুন কুয়েত যাওয়ার উদ্দেশে শনিবার সন্ধ্যায় একটি প্রাইভেটকারে ঢাকার রওনা দেন। এ সময় তার সঙ্গে স্থানীয় মসজিদের ইমামসহ তিন বন্ধু ছিলেন। মামুনকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে সখিপুরের উদ্দেশে ফেরার পথে রোববার ভোর রাত সাড়ে তিনটার দিকে কালিয়াকৈরের সুত্রাপুরে দুর্ঘটনায় পড়েন। প্রাইভেটকারটি মহাসড়কে উঠতে গেলে বিপরীত দিক থেকে আসা আল বারাকা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান মুসলেম উদ্দিন, নাসির উদ্দিন ও জুয়েল মিয়া। গুরুতর আহত আজিজুল হককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসটি আটক করতে পারলেও গাড়ির চালক ও সহকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ তিনটি উদ্ধার করে নাওজোর হাইওয়ে থানায় নিয়ে আসেন। স্বজনরা আসলে তাদের আবদনের প্রেক্ষিতে সকাল ৯টায় বিনা ময়নাতদন্তে তাদের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানায় পুলিশ।
Related News
সাভারে প্রাইভেটকার-বাস সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার সাভারে প্রাইভেটকারের সঙ্গে দূরপাল্লার যাত্রীবাহী বাসের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ তিনজন নিহত হয়েছেন।Read More
সাংবাদিক মুন্নী সাহা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর)Read More
Comments are Closed